সরকারি অনুমোদন ছাড়াই চলছে `এসটিসি লিমিটেড’ বানেশ্বর বাজার শাখার অর্থসংগ্রহ কার্যক্রম
- প্রকাশিত সময় ০৪:৪৯:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মে ২০২২
- / 113
বানেশ্বর সংবাদদাতা
প্রকাশিত: ০৪:৪৪ অপরাহ্ন, ৩১ মে ২০২২
সরকারি অনুমোদন ছাড়াই চলছে `এসটিসি লিমিটেড’ বানেশ্বর বাজার শাখার অর্থসংগ্রহ কার্যক্রম
সরকারি অনুমোদন ছাড়াই চলছে, এসটিসি লিমিটেড – স্ট্যান্ডার্ড ট্রেডার্স কোম্পানি লিমিটেড, রেজিষ্ট্রেশন-নং সি- ১৫৭৬২০/২০১৯, প্রতিষ্ঠানটি, সাধারণ গ্রাহক পর্যায় থেকে হাতিয়ে নিচ্ছে মোটা অঙ্কের টাকা।
প্রলোভন দেখিয়ে নেয়া হচ্ছে টাকা। একই সঙ্গে ব্যাংকের মতো বিভিন্ন মেয়াদে ও নামে আমানত সংগ্রহ করছে প্রতিষ্ঠানটি। কোনো ধরনের অনুমতি না নিয়েই ‘এসটিসি লিমিটেড’ – স্ট্যান্ডার্ড ট্রেডার্স কোম্পানি লিমিটেড নামের এ প্রতিষ্ঠানটি দীর্ঘদিন থেকে রাজশাহীর বানেশ্বর বাজারে একটি তিন তলা ভবনের মালিকের সহযোগিতায় বেআইনি ভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সেই ভবনের মালিক সারোয়ার হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন এসটিসি লিমিটেড – স্ট্যান্ডার্ড ট্রেডার্স কোম্পানি লিমিটেড নিবন্ধিত প্রতিষ্ঠান, যার রেজিঃ নং সি- ১৫৭৬২০/২০১৯। কিন্তু খোঁজ নিয়ে জানা গেছে আসলে এটি একটি ভুয়া কোম্পানি যার লাইসেন্স নম্বরও ভুয়া।
এই কোম্পানির সাধারণ গ্রাহকের কাছে থেকে জানা যায় যে এসটিসি’র ভবন মালিক সারোয়ার হোসেন নিজেই এখন এসটিসি লিমিটেড-এর সাথে যুক্ত এবং তিনি বানেশ্বর শাখার অঘোষিত পরিচালক সেজেছেন। গ্রাম্য আধিপত্য বিস্তার করে অবৈধ এসটিসি লিমিটেড নামের আড়ালে বানেশ্বর বাজার শাখার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। যার ফলে প্রতারণার শিকার হতে যাচ্ছে সাধারণ মানুষকে।
এসটিসি লিমিটেড – স্ট্যান্ডার্ড ট্রেডার্স কোম্পানি লিমিটেড, যার রেজিঃ নং সি- ১৫৭৬২০/২০১৯, এই নামে কোনো প্রতিষ্ঠানের অনুমোদন দেওয়া হয়েছে কিনা এব্যাপারে মুঠোফোনে যোগাযোগ করা হলে মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি’র নির্বাহী পরিচালক (সাপোর্ট সার্ভিস) লক্ষণ চন্দ্র দেবনাথ জানান এসটিসি লিমিটেড – স্ট্যান্ডার্ড ট্রেডার্স কোম্পানি লিমিটেড নামে বা রেজিষ্ট্রেশন নম্বরে কোনো প্রতিষ্ঠানকে অনুমোদন/সনদ দেয়া হয়নি।
পুঠিয়া উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রবিউল করিম এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, এসটিসি লিমিটেড নামে কোনো প্রতিষ্ঠানকে সমাজসেবা অধিদপ্তর কতৃক কোনো ধরনের অনুমোদন দেয়া হয়নি।
এবিষয়ে পুঠিয়া উপজেলা সমবায় অফিসার মোঃ আবু মতাল্লেল হোসেন এর সাথে মুঠোফোন যোগাযোগ করা হলে তিনিও উল্লেখিত নাম ও রেজিষ্ট্রেশন নম্বরের কোনো প্রতিষ্ঠানকে আমাদের পক্ষ থেকে কোনো ধরনের সনদ প্রদান করা হয়নি।
পুঠিয়া থানার অফিসার ইনচার্জ সারোয়ার্দী হোসেন বলেন, বানেশ্বর বাজারে সরকারি অনুমোদিত এসটিসি লিমিটেড – স্ট্যান্ডার্ড ট্রেডার্স কোম্পানি লিমিটেড, রেজিষ্ট্রেশন-নং সি- ১৫৭৬২০/২০১৯, নামে কোনো প্রতিষ্ঠান আছে বলে আমার জানা নেই। তবে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হবে এমন কার্যক্রম কোনো ব্যক্তি/প্রতিষ্ঠান করে থাকলে তাকে অবশ্যই আইনের আওতায় আনা হবে।
অসুস্থ তিন সন্তানকে বাচাঁতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সবার সহায়তা চান পাবনা সাঁথিয়া উপজেলার দিনমজুর আব্দুল কাদের ও নাজমা দম্পতি
মা হাত থেকে মোবাইল কেড়ে নেওয়ায় এক স্কুলছাত্র ও অপর বুদ্ধি প্রতিবন্ধী নারীর আত্মহত্যা
স্বাধীন দেশকে তলাবিহীন বানানোর অপচেষ্টা করা হচ্ছে : সাবেক বিচারপতি মীর হাসমত আলী
আজ বিশ্ব তামাকমুক্ত দিবস
সহকারী অধ্যাপক খালেদা আক্তার ফরিদপুর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক নির্বাচিত
পাবনায় পূর্ববিরোধের জের ধরে যুবককে কুপিয়ে হত্যা : আহত ১
পাবনায় চারটি ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক বন্ধ করে দিয়েছে প্রশাসন
বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সমন্বয় রেখে বর্তমান শিক্ষা কারিকুলাম আধুনিকায়ন করা হচ্ছে
৮০ লাখ টাকা ব্যয়ে পাবনার ‘শহীদ সাধন সংগীত’ মহাবিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি স্থাপন
পাবনার সাঁথিয়ায় অভিযানে বন্ধ হলো অনিবন্ধীত তিনটি ডায়াগনস্টিক সেন্টার