ঢাকা ০৪:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞপ্তি :
সারাদেশের জেলা উপোজেলা পর্যায়ে দৈনিক স্বতঃকণ্ঠে সংবাদকর্মী নিয়োগ চলছে । আগ্রহী প্রার্থীগন জীবন বৃত্তান্ত ইমেইল করুন shatakantha.info@gmail.com // দৈনিক স্বতঃকণ্ঠ অনলাইন ও প্রিন্ট পত্রিকায় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৭১১-৩৩৩৮১১, ০১৭৪৪-১২৪৮১৪

সিরাজগঞ্জে তেলের পর এবার চাউলের মুল্য চরম বেশী

বার্তাকক্ষ
  • প্রকাশিত সময় ০৯:০৯:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মে ২০২২
  • / 52

সিরাজগঞ্জে তেলের পর এবার চাউলের মুল্য চরম বেশী

শাহজাদপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ তেলের পর এবার চাউলের মুল্য চরম বেশী । সাধারন মানুষের নাভিশ্বাস ।

সিরাজগঞ্জের শাহজাদপুরে বাজারে প্রতি কেজি চাউল ৫ থেকে ৭ টাকা বেশী দিয়ে কিনতে হচ্ছে। মানুষ বাজারে এসে চাউল কিনতে হিম সিম খাচ্ছে। বাজারে কোন মনিটরিং না থাকায় অনেক ব্যাবসায়ী ইচ্ছে মত দাম নিচ্ছে।

জানা গেছে , ক’দিন ধরে বাজারে সোয়াবিন তেল নিয়ে ব্যাপক হৈ চৈ পড়ে যায় । যে তেল পাওয়া যাবেনা । ঠিক হঠাৎ করে শাহজাদপুরে এমন চিত্র লক্ষ্য করা গেছে । গুজব ছড়াচ্ছে চাউল পাওয়া যাবে না ।

এ জন্য হঠাৎ করেই চাউলের বাজারে আগুন লেগে গেছে । ভরা মৌসুমে চাউলের দাম বাড়ায় মানুষ ক্ষোভে বিক্ষোভে ফেটে পড়ছে সাধানর মানুষ ।

সরেজমিন গতকাল মঙ্গলবার বাজার ঘুরে দেখা গেছে গত ৫ দিনে ২৯ চাউল ৫৬ টাকা,স্বর্না-৫২ টাকা ২৮ চাউল ৬০ টাকা,কাটারী চাউল ৮০ টাকা,বালাম ৮০ টাকা ,নাজির শাল ৬৮ টাকা দরে বিক্রী হতে দেখা গেছে ।

যে চাউল মাত্র ৫ দিন পূর্বে ছিল কেজিতে ৮ থেকে ১০ টাকা কম । স্থানীয় চাউল ব্যাবসায়ীরা জানান, আমরা বগুড়ার মির্জাপুর থেকে চাউল কিনে আনি মুলত মোকামেই দাম বেশী ।

এদিকে সাধারন মানুষ অভিযোগ করেন ,এই সময় চাউলের ভরা মৌসুম অথচ কোন বছরই এই সময় চাউলের দাম বাড়েনি । কিন্তু কি কারনে
এখন চাউলের দাম বাড়ছে ।এদিকে শুধু চাউর নয় সেই সাথে ময়দার ও দাম বেড়েছে ।

অন্যদিকে বিত্তবানরা চাউলের দাম বাড়ায় তারা প্রয়োজনের তুলনায় অনেক বেশী চাউল কিনে নিতে দেখা গেছে। কেউ কেউ বলছে চাউল পাওয়া যাবেনা এ জন্য বিত্তবানরা আে থেকেই চাউল বাড়িতে মজুদ করছে ।

তবে বাজার মনি টোরিং এআকোন ব্যাবস্থা নাই বললেই চলে । অভিযোগ জানা গেছে শাহজাদপুরে অনেক গোডাউনে অনেক চাউল মজুদ আছে । এ গুলো অভিযান চালানো প্রয়োজন ।

বর্তমানে চাউলের বাজারে যে কি অবস্থা তা না দেখলে বোঝা যাবেনা । বিশেষ করে দিন মজুর , খেটে খাওয়া মানুষ ও মধ্যবিত্ত লোকেরা তাদের মুখে একটাই কথা আমরা কি ভাবে চলব । নিত্য প্রয়োজনয়ি জিনিষের দাম যেন আকাশচুম্বি ।

উপজেলা খাদ্র্য নিয়ন্ত্রক জহুরুল ইসলাম বলেন,আমাদের বাজার মনিটোরিং এর ব্যাবস্থা আছে । আমরা মজুদদারের বিরুদ্ধে অভিযান চালাব।

আরও পড়ুনঃ সিরাজগঞ্জের শাহজাদপুরের বাঘাবাড়ি নৌ বন্দরের সংলগ্ন যুবকের লাশ উদ্ধার

সিরাজগঞ্জে তেলের পর এবার চাউলের মুল্য চরম বেশী

প্রকাশিত সময় ০৯:০৯:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মে ২০২২

শাহজাদপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ তেলের পর এবার চাউলের মুল্য চরম বেশী । সাধারন মানুষের নাভিশ্বাস ।

সিরাজগঞ্জের শাহজাদপুরে বাজারে প্রতি কেজি চাউল ৫ থেকে ৭ টাকা বেশী দিয়ে কিনতে হচ্ছে। মানুষ বাজারে এসে চাউল কিনতে হিম সিম খাচ্ছে। বাজারে কোন মনিটরিং না থাকায় অনেক ব্যাবসায়ী ইচ্ছে মত দাম নিচ্ছে।

জানা গেছে , ক’দিন ধরে বাজারে সোয়াবিন তেল নিয়ে ব্যাপক হৈ চৈ পড়ে যায় । যে তেল পাওয়া যাবেনা । ঠিক হঠাৎ করে শাহজাদপুরে এমন চিত্র লক্ষ্য করা গেছে । গুজব ছড়াচ্ছে চাউল পাওয়া যাবে না ।

এ জন্য হঠাৎ করেই চাউলের বাজারে আগুন লেগে গেছে । ভরা মৌসুমে চাউলের দাম বাড়ায় মানুষ ক্ষোভে বিক্ষোভে ফেটে পড়ছে সাধানর মানুষ ।

সরেজমিন গতকাল মঙ্গলবার বাজার ঘুরে দেখা গেছে গত ৫ দিনে ২৯ চাউল ৫৬ টাকা,স্বর্না-৫২ টাকা ২৮ চাউল ৬০ টাকা,কাটারী চাউল ৮০ টাকা,বালাম ৮০ টাকা ,নাজির শাল ৬৮ টাকা দরে বিক্রী হতে দেখা গেছে ।

যে চাউল মাত্র ৫ দিন পূর্বে ছিল কেজিতে ৮ থেকে ১০ টাকা কম । স্থানীয় চাউল ব্যাবসায়ীরা জানান, আমরা বগুড়ার মির্জাপুর থেকে চাউল কিনে আনি মুলত মোকামেই দাম বেশী ।

এদিকে সাধারন মানুষ অভিযোগ করেন ,এই সময় চাউলের ভরা মৌসুম অথচ কোন বছরই এই সময় চাউলের দাম বাড়েনি । কিন্তু কি কারনে
এখন চাউলের দাম বাড়ছে ।এদিকে শুধু চাউর নয় সেই সাথে ময়দার ও দাম বেড়েছে ।

অন্যদিকে বিত্তবানরা চাউলের দাম বাড়ায় তারা প্রয়োজনের তুলনায় অনেক বেশী চাউল কিনে নিতে দেখা গেছে। কেউ কেউ বলছে চাউল পাওয়া যাবেনা এ জন্য বিত্তবানরা আে থেকেই চাউল বাড়িতে মজুদ করছে ।

তবে বাজার মনি টোরিং এআকোন ব্যাবস্থা নাই বললেই চলে । অভিযোগ জানা গেছে শাহজাদপুরে অনেক গোডাউনে অনেক চাউল মজুদ আছে । এ গুলো অভিযান চালানো প্রয়োজন ।

বর্তমানে চাউলের বাজারে যে কি অবস্থা তা না দেখলে বোঝা যাবেনা । বিশেষ করে দিন মজুর , খেটে খাওয়া মানুষ ও মধ্যবিত্ত লোকেরা তাদের মুখে একটাই কথা আমরা কি ভাবে চলব । নিত্য প্রয়োজনয়ি জিনিষের দাম যেন আকাশচুম্বি ।

উপজেলা খাদ্র্য নিয়ন্ত্রক জহুরুল ইসলাম বলেন,আমাদের বাজার মনিটোরিং এর ব্যাবস্থা আছে । আমরা মজুদদারের বিরুদ্ধে অভিযান চালাব।

আরও পড়ুনঃ সিরাজগঞ্জের শাহজাদপুরের বাঘাবাড়ি নৌ বন্দরের সংলগ্ন যুবকের লাশ উদ্ধার