ইমাম গাযযালী গার্লস স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের ফল উৎসব

- প্রকাশিত সময় ১১:১১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মে ২০২২
- / 209
শহর প্রতিনিধি, পাবনা
প্রকাশিত: ১১:১১ রাত, ৩১ মে ২০২২
ইমাম গাযযালী গার্লস স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের ফল উৎসব
“ফল খাই পুষ্টি পাই, সুস্থ্য সবল থাকতে চাই” এই প্রতিপাদ্য নিয়ে ইমাম গাযযালী গার্লস স্কুল এন্ড কলেজ পাবনা’র শিক্ষার্থীদের উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (৩১’ মে) ২০২২ খ্রি. বেলা ১১টায় শিক্ষা প্রতিষ্ঠানটির কনফারেন্স রুমে গভর্নিং বডির সভাপতি আলহাজ¦ আবুল কাশেমের সভাপতিত্বে ফল উৎসবে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি। তিনি বলেন পুষ্টি সচেতনতায় ফলের গুরুত্ব অপরিসীম। এ সময় বাজারে প্রচুর পরিমানে ফল পাওয়া যায়। এজন্য এ মাসকে ফলের মধুমাস বলা হয়। এ মাসে আমরা বেশি পরিমানে দেশীয় জাতের ফল খাব। এতে পুষ্টির চাহিদা পুরন হবে। আমরা সুস্থ থাকবো।

বিশেষ অতিথির বক্তব্য দেন কবি প্রাবন্ধিক ও সাংবাদিক শফিক আল কামাল, সহকারি অধ্যাপক নীহার আফরোজ জলি। শুরুতে স্বাগত বক্তব্য দেন শিক্ষা প্রতিষ্ঠানটির অধ্যক্ষ সুরাইয়া সুলতানা। সঞ্চালনা করেন প্রতিষ্ঠানটির স্কুল শাখার শিক্ষক প্রতিনিধি মাহফুজা খাতুন।
এ সময় সহকারি প্রধান শিক্ষক আইয়ুব হোসেন খান, কলেজ শাখার শিক্ষক প্রতিনিধি আব্দুল আলীম বিশ্বাস, সিনিয়র প্রভাষক মো. মোশারফ হোসেন, সহকারি শিক্ষক রিজিয়া খাতুন, সুলতানা পারভীন, নাহিদুর রহমান শিক্ষার্থরা উপস্থিত ছিলেন।
এই উৎসবে অংশগ্রহনকারী শিক্ষার্থরা ৫২ রকমের ফল নিয়ে বিভিন্ন নক্সায় কেটে বাহারী রুপে পদর্শন করে। শিক্ষার্থীদের উৎসাহ যোগাতে অংশগ্রহনকরীদের প্রতিযোগিতায় ফলাফল মাধ্যমে পুরস্কার বিতরণ করা হয়।
চাঁদার দাবিতে ঈশ্বরদীতে গাড়ি ওয়াশের দোকান মালিককে পিটিয়ে যখম করল সন্ত্রাসীরা
সরকারি অনুমোদন ছাড়াই চলছে `এসটিসি লিমিটেড’ বানেশ্বর বাজার শাখার অর্থসংগ্রহ কার্যক্রম
অসুস্থ তিন সন্তানকে বাচাঁতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সবার সহায়তা চান পাবনা সাঁথিয়া উপজেলার দিনমজুর আব্দুল কাদের ও নাজমা দম্পতি
মা হাত থেকে মোবাইল কেড়ে নেওয়ায় এক স্কুলছাত্র ও অপর বুদ্ধি প্রতিবন্ধী নারীর আত্মহত্যা
স্বাধীন দেশকে তলাবিহীন বানানোর অপচেষ্টা করা হচ্ছে : সাবেক বিচারপতি মীর হাসমত আলী
আজ বিশ্ব তামাকমুক্ত দিবস
সহকারী অধ্যাপক খালেদা আক্তার ফরিদপুর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক নির্বাচিত
পাবনায় পূর্ববিরোধের জের ধরে যুবককে কুপিয়ে হত্যা : আহত ১
পাবনায় চারটি ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক বন্ধ করে দিয়েছে প্রশাসন
এয়ারপোর্ট হাইস্কুলের শিক্ষক শামসুল ইসলামের বিদায় এবং এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বরণ অনুষ্ঠিত