পাবনায় প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
- প্রকাশিত সময় ১১:৩২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মে ২০২২
- / 100
পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ১১:২৭ রাত, ৩১ মে ২০২২
পাবনায় প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।
পাবনায় প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে পাবনা সার্কিট হাউজের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক আফরোজা আকতারের সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন।
মুল প্রবন্ধ উপাস্থাপন করেন প্রধানমন্ত্রী কার্যালয়ের গর্ভনেন্স ইনোভেশন ইউনিটের উপ পরিচালক মো. আরিফুল হক মামুন।
কর্মশালায় অংশ গ্রহন করেন, পাবনা জেলা পরিষদের প্রশাসক রেজাউল রহিম লাল, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, সিভিল সার্জন মনিসর চৌধুরী, পাবনা পৌর মেয়র শরীফ উদ্দিন প্রধান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারোফ হোসেন, পাবনা প্রেস ক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, সংবাদ পত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, মির্জা শহীদুল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক মাহফুজা সুলতানা, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ পরিচালক রাশদুল কবীর, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আবুল মনসুর আহমেদ, বিভাগীয় বন কর্মকর্তা কাশ্যপী বিকাশ চন্দ্র, জেলা শিক্ষা কর্মকর্তা মো. মোসলেম উদ্দিন, জেলা প্রাতমিক শিক্ষা অফিসার মনসুর আহমেদ, বিআরডিবির চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, জেলা খাদ্য নিয়ন্ত্রন কর্মকর্তা তানভির রহমান, আওয়ামী লীগ নেতা মনির উদ্দিন আহমেদ মান্না, সিনিয়র তথ্য কর্মকর্তা সামিউল ইসলাম, মাছরাঙ্গা টেলিভিশনের উত্তর বঙ্গের ব্যুরোচীফ উৎপল মির্জা, বাসস ও ভোরের কাগজ রফিকুল ইসলাম সুইট, জেলা কালচারাল অফিসার মারুফা মঞ্জুরী খান, এটিএন বাংলা প্রতিনিধি রিজভী রাইসুল ইসলাম জয়, বীর মুক্তিযোদ্ধা চন্দন কুমার চক্রবর্তী, ভাইস চেয়ারম্যান শাওয়াল বিশ্বাস, মাওলানা আশরাফুল ইসলাম, যুবলীগের যুগ্ন আহবায়ক শিবলী সাদিক, পুজা উদযাপন পরিষদের প্রভাষ ভদ্র, অনুকুল চন্দ্র ঠাকুরের সৎ সঙ্গের সহসভাপতি যুগোল কিশোর ঘোষ, সহকারী কমিশনার মো. শফিকুল ইসলাম, লুৎফর নাহার শারমিন প্রমূখ ।
কর্মশালায় বিভিন্ন শ্রেণী পেশার ১শ জন অংশ গ্রহণ করেন।
কর্মশালায় জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন হোসেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে যা বিশ্বস্বীকৃত। প্রধানমন্ত্রীর ১০ টি বিষেশ উদ্যোগ দেশের টেকসই উন্নয়নের জন্য বিশেষ প্রয়োজন। আজকের এই কর্মশালায় থেকে শিক্ষণীয় বিষয়গুলো প্রয়োগ করে দেশের উন্নয়নের কাজে লাগাতে হবে।
ইমাম গাযযালী গার্লস স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের ফল উৎসব
এয়ারপোর্ট হাইস্কুলের শিক্ষক শামসুল ইসলামের বিদায় এবং এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বরণ অনুষ্ঠিত
চাঁদার দাবিতে ঈশ্বরদীতে গাড়ি ওয়াশের দোকান মালিককে পিটিয়ে যখম করল সন্ত্রাসীরা
সরকারি অনুমোদন ছাড়াই চলছে `এসটিসি লিমিটেড’ বানেশ্বর বাজার শাখার অর্থসংগ্রহ কার্যক্রম
অসুস্থ তিন সন্তানকে বাচাঁতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সবার সহায়তা চান পাবনা সাঁথিয়া উপজেলার দিনমজুর আব্দুল কাদের ও নাজমা দম্পতি
মা হাত থেকে মোবাইল কেড়ে নেওয়ায় এক স্কুলছাত্র ও অপর বুদ্ধি প্রতিবন্ধী নারীর আত্মহত্যা
স্বাধীন দেশকে তলাবিহীন বানানোর অপচেষ্টা করা হচ্ছে : সাবেক বিচারপতি মীর হাসমত আলী
আজ বিশ্ব তামাকমুক্ত দিবস
সহকারী অধ্যাপক খালেদা আক্তার ফরিদপুর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক নির্বাচিত
পাবনায় পূর্ববিরোধের জের ধরে যুবককে কুপিয়ে হত্যা : আহত ১