লালপুরে বিএনপি নেতাকর্মীদের গণপদত্যাগের হুমকি
- প্রকাশিত সময় ১১:৫৭:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মে ২০২২
- / 83
লালপুর (নাটোর) সংবাদদাতা
প্রকাশিত: ১১:৪৭ রাত, ৩১ মে ২০২২
লালপুরে বিএনপি নেতাকর্মীদের গণপদত্যাগের হুমকি।
নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া ইউনিয়ন যুবদলের নবগঠিত আহবায়ক কমিটি ৭দিনের মধ্যে বাতিল করে ত্যাগী নেতা কর্মীদের নিয়ে পুন: গঠন না করা হলে গণপদত্যাগের হুমকি দিয়েছেন ওই ইউনিয়নের বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
মঙ্গলবার (৩১ মে) দুপুরে উপজেলার ওয়ালিয়া গ্রামে ওয়ালিয়া ইউনিয়ন যুবদল আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই হুমকি দেন নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন ওয়ালিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক হাসান আলী, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক জয়নাল আবেদীন, বিএনপি নেতা আমির হোসেন, আক্কাম আলী, যুবদল নেতা আউলিয়া, নবগঠিত যুবদলের আহবায়ক কমিটির সদস্য মাজদার রহমান, উজ্জল, রাকিব হোসেন, লালপুর থানা যুবদলের সাবেক প্রচার সম্পাদ বিদ্যুৎ কুমার ঘোষ, টোকন আলী প্রমুখ।
সংবাদ সম্মেলনে যুবদলের নবগঠিত আহবায়ক কমিটির সদস্য শফিকুল ইসলাম লিখিত বক্তব্যে বলেন, গত ২৯ মে ওয়ালিয়া ইউনিয়ন যুবদলের একটি অগণতান্ত্রিক ও অরাজনৈতিক অথর্ব আহবায়ক কমিটি পাশ করেছে। যার আহবায়ক একজন আওয়ামী লীগ পরিবারের সন্তান ও ১ নং যুগ্ন আহবায়ক একজন অরাজনৈতিক ব্যক্তি। তিনি ও তার পরিবার কখনো বিএনপির রাজনিতি করেনি। এছাড়াও বাকি যুগ্ন আহবায়করাও কখনো বিএনপির দুঃসময়ে রাজপথে ছিলোনা। বিএনপির দুঃসময়ের ত্যাগী নেতাকর্মীদের এই কমিটিতে স্থান হয়নি।
সংবাদ সম্মেলনে বক্তারা আগামী ৭ দিনের মধ্যে ঐ কমিটি বিলুপ্ত ঘোষনা করে পদবঞ্চিত ত্যাগী নেতাকর্মীদের নিয়ে ওয়ালিয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক কমিটি গঠনের দাবি জানান। অন্যথায় ওয়ালিয়া ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সকল নেতাকর্মী গণপদত্যাগের ঘোষনা দেন। বক্তারা বলেন, বিএনপি প্রয়াত সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটল পরিবারের রাজনিতিকে ধ্বংস করার লক্ষ্যে নীল নকশা তৈরী করে এই কমিটি গঠন করা হয়েছে।
পাবনায় প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
ইমাম গাযযালী গার্লস স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের ফল উৎসব
এয়ারপোর্ট হাইস্কুলের শিক্ষক শামসুল ইসলামের বিদায় এবং এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বরণ অনুষ্ঠিত
চাঁদার দাবিতে ঈশ্বরদীতে গাড়ি ওয়াশের দোকান মালিককে পিটিয়ে যখম করল সন্ত্রাসীরা
সরকারি অনুমোদন ছাড়াই চলছে `এসটিসি লিমিটেড’ বানেশ্বর বাজার শাখার অর্থসংগ্রহ কার্যক্রম
অসুস্থ তিন সন্তানকে বাচাঁতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সবার সহায়তা চান পাবনা সাঁথিয়া উপজেলার দিনমজুর আব্দুল কাদের ও নাজমা দম্পতি
মা হাত থেকে মোবাইল কেড়ে নেওয়ায় এক স্কুলছাত্র ও অপর বুদ্ধি প্রতিবন্ধী নারীর আত্মহত্যা
স্বাধীন দেশকে তলাবিহীন বানানোর অপচেষ্টা করা হচ্ছে : সাবেক বিচারপতি মীর হাসমত আলী
আজ বিশ্ব তামাকমুক্ত দিবস
সহকারী অধ্যাপক খালেদা আক্তার ফরিদপুর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক নির্বাচিত