সিংড়ায় অবৈধভাবে ধান মজুদ রাখার দায়ে ৫০ হাজার টাকা অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
- প্রকাশিত সময় ০৬:০৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুন ২০২২
- / 112
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশিত: ০৫:৫২ অপরাহ্ন, ২ জুন ২০২২
সিংড়ায় ৫০০ মেট্রিকটন ধান মজুদ, ৫০ হাজার টাকা অর্থদণ্ড।
নাটোরের সিংড়ায় ৩ গুদামে প্রায় ৫০০ মেট্রিকটন ধান অবৈধ মজুদ রাখার অপরাধে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২রা জুন) দুপুর দেড়টায় উপজেলার হাতিয়ান্দহ বাজারে সিংড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল ইমরান এর ভ্রাম্যমাণ আদালত এ অর্থদণ্ড করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার হাতিয়ান্দহ বাজারে সবুজ চাউল কল এর স্বত্বাধিকারী সবুজ মানী তাঁর ৩টি গুদামে অবৈধভাবে প্রায় ৫০০ মেট্রিকটন ধান মজুদ রেখে কৃত্রিম সঙ্কট সৃষ্টি করতে চেয়েছিলেন। এ অপরাধে ১৯৫৬ সালের আইন অনুযায়ী ৩ নং ধারা অমান্য করায় ৬ নং ধারা মোতাবেক ৫০ হাজার টাকা অর্থদণ্ড তাৎক্ষণাত আদায় করা হয় এবং আগামী ৩ দিনের মধ্যে মজুতকৃত ধান বিক্রি করার আদেশ দেয়া হয়।
সবুজ মানী হাতিয়ান্দহ বাজারের মৃত সত্যেন্দ্রনাথ মানী’র পুত্র। এছাড়া নলবাতা এলাকায় মেসার্স শুভ ট্রেডার্সকে প্রশাসনের নজরদারিতে রাখা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে বৃহস্পতিবার দুপুরে এ আদালত পরিচালনা করেন এসিল্যান্ড।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য পরিদর্শক মোছাঃ রানী খাতুন, সিংড়া থানার এএসআই আশরাফুল ইসলাম, গণমাধ্যম কর্মী আবু জাফর সিদ্দিকী প্রমুখ।
সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইমরান বলেন, অবৈধ মজুতকৃত প্রতিটি গুদামে অভিযান করা হবে। কৃত্রিম সঙ্কটকারীদের ছাড় দেয়া হবেনা। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
সিংড়া/রানা
সিংড়ায় বিয়ের প্রলোভনে স্কুলছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেফতার
পর্নোগ্রাফি সরবরাহের সরঞ্জামাদিসহ একজন গ্রেফতার
ঢাকা থেকে খুলনা গামী আন্তঃনগর চিত্রা ট্রেনে আগুন
আজ ঈশ্বরদীতে শুরু হচ্ছে দুদিনের লিচু মেলা ২০২২
একাত্তরের বীর মুক্তিযোদ্ধা কামান্ডার আব্দুর রাজ্জাকের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত
আটঘরিয়ায় প্রধান শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
পাবনায় বিশ্ব দুগ্ধ দিবস পালিত
চাটখিলে তৈয়ব আলী ফাউন্ডেশনের উদ্যোগে বহ্নিশিখা লাইব্রেরীর উদ্বোধন
নরসিংদী রেলস্টেশনে তরুণীকে হেনস্তাকারী সেই নারী গ্রেপ্তার
হাজার টাকায় খুনি ভাড়া করে পরকীয়া প্রেমিকার স্বামীকে হত্যা করালেন প্রবাসী