পাবনা জেলা মহিলা আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষ্যে পৌর’র বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত
- প্রকাশিত সময় ০৬:৫৩:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুন ২০২২
- / 80
পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ০৬:৪১ ,৪ জুন ২০২২
পাবনা জেলা মহিলা আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষ্যে পৌর মহিলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত।
বাংলাদেশ মহিলা আওডামী লীগ পাবনা জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন উপলক্ষ্যে পাবনা পৌর মহিলা আওয়ামী লীগের আয়োজনে বিশেষ বর্ধিত হয়েছে। গতকাল বিকেল ৫টায় পাবনা জেলা আওডামী লীগ কার্যালয় অনুষ্ঠিত হয় এই সভা। পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি শামীমা শিরিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লায়লা শামীমা শিরিন সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য পাবনা সিরাজগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্য পাবনা জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নাদিরা ইয়াসমিন জলি এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ও পাবনা জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুন্নাহার রেখা।
এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক নিহার আফরোজ জলি, জেলা মহিলা আ. লীগের সাংগঠনিক সম্পাদক হেলেনা খাতুন, হাসিনা খাতুন সীমা, তথ্য ও গবেষণা সম্পাদক সিন্ধা, সদর থানা মহিলা আ. লীগের সভাপতি রাশিদা খাতুন, পৌর মহিলা আ. লীগের যুগ্মসাধারণ সম্পাদক মারুফা খাতুন, কৃষ্ণা রানী, পৌর মহিলা আ. লীগের প্রচার সম্পাদক বেলা খাতুন, পোর মহিলা আওয়ামী লীগের ১৫টি ওয়ার্ডের সকল সভাপতি ও সাধারণ সম্পাদক বর্ধিত সভায় উপস্থিত থেকে জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন-প্রস্তুতি নিয়ে বক্তব্য দেন।
নিষ্ফল বিশ্ব পরিবেশ ও জলবায়ু সম্মেলন ও আজকের তরুণদের আশা-আকাঙ্ক্ষা
কাশিনাথপুরে সন্ত্রাসী সুমনের বিরুদ্ধে মাবনবন্ধন অনুষ্ঠিত
যশোরে ১৩ কোটি টাকা মূল্যের ১৬ কেজি স্বর্ণের বারসহ ৬ পাচারকারী আটক করেছে বিজিবি
সিংড়ায় ৩ গুদামে এক হাজার মেট্রিকটন ধান, দেড় লাখ টাকা জরিমানা
অভিমান করে বাড়ি থেকে বের হয়ে যাওয়া চার বোনের সন্ধান
পাবনা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক আবদুল জব্বার জাতীয় কবি কাজি নজরুল ইসলাম সম্মাননায় ভুষিত
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ’ শীর্ষক সভা অনুষ্ঠিত
জেলা মহিলা আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষ্যে সদর থানা মহিলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত
বিএনপি আন্দোলনে নামলে রাজপথে ‘মোকাবিলা’ করবে আ.লীগ : পাবনায় কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক
ঈশ্বরদীর লিচু ও অন্যান্য কৃষির সম্ভাবনা নিয়ে বিশেষ কিছু করতে চান কৃষিমন্ত্রী ড. আঃ রাজ্জাক