প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগ-যুবলীগের বিক্ষোভ মিছিল
- প্রকাশিত সময় ০৮:১১:২৪ অপরাহ্ন, শনিবার, ৪ জুন ২০২২
- / 135
ঈশ্বরদী সংবাদদাতা
প্রকাশিত: ০৮:০২ ,৪ জুন ২০২২
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে ঈশ্বরদীতে আওয়ামী লীগ এবং যুবলীগ ও ছাত্রলীগের দুটি পক্ষের আলাদা-আলাদা বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে হত্যার হুমকির প্রতিবাদে ঈশ্বরদীতে বিক্ষোভ মিছিলের আয়োজন করে ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগ। শনিবার বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আওয়ামী লীগ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বাজারের প্রধান ফটকের সামনে প্রতিবাদ সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাসের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু।
এই সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র ও পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ইছাহাক আলী মালিথা, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না মন্ডল, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল খালেক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল সালাম খান, নারী ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌসী কাকলি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মাসুদ রানা, যুগ্নআহবায়ক সজীব মালিথা, উপজেলা আওয়ামী লীগের সদস্য চঞ্চলসহ সকল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যানসহ সহস্রাধিক আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সভায় শরীক হন।
সমাবেশে নেতারা বলেন, বিএনপি জামাতের দোসরেরা এই বাংলার মাটিতে আবারো পঁচাত্তরের ঘটনা ঘটাতে চায়। তাদের এই দিবা স্বপ্ন কখনোই পুরণ হবে না। বিএনপি-জামাত যেখানে নৈরাজ্য সৃষ্টি করবে সেখানেই দাঁতভাঙ্গা প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তুত থাকবে আওয়ামী লীগ।
যুব লীগ ও ছাত্র লীগ
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে ঈশ্বরদীতে যুবলীগ ও ছাত্রলীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ জুন) বিকালে ঈশ্বরদী উপজেলা ও পৌর যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে এক বিশাল হোন্ডা বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন আওয়ামী যুবলীগ ঈশ্বরদী উপজেলা শাখার সভাপতি শিরহান শরীফ তমাল, পৌর যুবলীগের সভাপতি আলাউদ্দিন বিপ্লব, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম লিটন, উপজেলা ছাত্রলীগের সভাপতি তন্ময় মল্লিক, সাধারণ সম্পাদক আরমান খন্দকার, পৌর ছাত্রলীগের সভাপতি শৈশব, সাধারণ সম্পাদক মারুফ হাসান ও যুবলীগ নেতা ইমতিয়াজ চৌধুরী মিলন।
বিক্ষোভ মিছিল শেষে পথসভায় বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিবকে ঈশ্বরদীতে অবাঞ্ছিত ঘোষণা করা হয় এবং তাঁর সকল প্রকার রাজনৈতিক কর্মকান্ড প্রতিহত করার প্রত্যয় ব্যক্ত করা হয়। এই বিক্ষোভ মিছিলে বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার যুবলীগ, ছাত্রলীগের হাজার-হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।
দোলন বিশ্বাস
এদিকে যুবনেতা দোলন বিশ্বাসের নেতৃত্বে ছাত্রলীগ ও যুবলীগের একটি বিক্ষোভ মিছিল সরকারি কলেজ চত্বর হতে বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে শহরের বাজার এলাকার ১ নম্বর গেট এলাকায় পথসভা অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়। পথসভায় বক্তব্য রাখেন যুবলীগ নেতা তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস।
এসময় দোলন বিশ্বাস বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন সব বাঁধা উপেক্ষা করে দেশের উন্নয়ন করছেন, ঠিক তখনই স্বাধীনতাবিরোধী শক্তি আবারও সে উন্নয়ন থামিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। গুজব ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন তারা। কিন্তু তাদের এ অপচেষ্টা কখনই সফল হতে দেওয়া হবেনা। আগামী ২৫ জুন পদ্মাসেতু উদ্বোধন হবে। এই উদ্বোধনের পরিপ্রেক্ষিতে জনগণের দৃষ্টি অন্যদিকে নেয়ার জন্য জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বিএনপি। পূর্বপাকিস্তান আমলেও আ.লীগকে ধ্বংস করার চেষ্টা করে পারে নাই। শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে আ.লীগকে গদি থেকে নামানো যাবে না। ষড়যন্ত্রকারীদের যেখানেই পাব সেখানেই দুর্ভেদ্য প্রতিরোধ গড়ে তুলব।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পাবনা জেলা আওয়ামী লীগ
রাস্তার উপর ঝুকিপূর্ণ সেতু, গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি রেখেই চলছে দাশুড়িয়া-আটঘরিয়া রাস্তা সংস্কারের কাজ
বঙ্গবন্ধু ইসলাম প্রচারের জন্য ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন -পলক
চট্টগ্রামে ইচ্ছা মানব উন্নয়ন সংস্থার উদ্যোগে বৃক্ষরোপন ও চারা বিতরণ কর্মসূচি পালিত
পাবনা জেলা মহিলা আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষ্যে পৌর’র বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত
ঈশ্বরদীতে লিচু মেলায় আ. লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ : এবছরই ঈশ্বরদী বিমান বন্দর চালু করার ব্যবস্থা করব
নিষ্ফল বিশ্ব পরিবেশ ও জলবায়ু সম্মেলন ও আজকের তরুণদের আশা-আকাঙ্ক্ষা
কাশিনাথপুরে সন্ত্রাসী সুমনের বিরুদ্ধে মাবনবন্ধন অনুষ্ঠিত
যশোরে ১৩ কোটি টাকা মূল্যের ১৬ কেজি স্বর্ণের বারসহ ৬ পাচারকারী আটক করেছে বিজিবি
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ’ শীর্ষক সভা অনুষ্ঠিত