স্বাধীনতা শিক্ষক পরিষদ পাবনা জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত : মিনহাজ সভাপতি, সুজন মাহমুদ সাধারণ সম্পাদক
- প্রকাশিত সময় ১২:৫৭:২৫ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুন ২০২২
- / 95
স্বতঃকণ্ঠ অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১১:৫৭ রাত, ৫ জুন ২০২২
শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিকে সামনে রেখে স্বাধীনতা শিক্ষক পরিষদ পাবনা জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে দোগাছী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ মিনহাজ উদ্দিনকে পুনরায় সভাপতি, সামসুল হুদা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ নজরুল ইসলাম খান বাবুকে সহসভাপতি, সিটি কলেজ পাবনার অধ্যক্ষ সুজন মাহমুদকে সাধারণ সম্পাদক, চাটমোহর পলিটেকনিক ইনিস্টিটিউট এর অধ্যক্ষ আব্দুল মতিনকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে নতুন কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন প্রভাষক এস এম মাহবুব আলম-প্রচার সম্পাদক, ফিরোজা পারভীনক- মহিলা বিষয়ক সম্পাদক, আমিরুল ইসলাম- যুগ্ম সম্পাদক প্রমুখ। ৭১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির বাকি সদস্যকে আগামী এক সপ্তাহের মধ্যে পুর্ণাঙ্গরূপ দিতে বলা হয়।
গতকাল ৫ জুন বেলা ১১ টায় পাবনা জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন শিক্ষা মন্ত্রনালয়ের বেসরকারি শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট সচিব ও স্বাশিপ সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলম সাজু।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে শিক্ষা ব্যবস্থাকে একটি শক্ত ভীতের উপর দাঁড় করানোর জন্য সমগ্র শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণের দাবি জানান। তিনি শিক্ষার নতুন নীতিমালা বাস্তবায়নের জন্য পর্যাপ্ত ট্রেনিংয়ের ব্যবস্থা গ্রহণের জন্যও সরকারের কাছে দাবি উত্থাপন করেন।
সম্মেলনে সভাপতিত্ব করেন স্বাশিপ পাবনা জেলার সভাপতি ও স্বাশিপ কেন্দ্রীয় সংসদের সদস্য অধ্যক্ষ মেনহাজ উদ্দিন।
সঞ্চালনায় ছিলেন উপাধ্যক্ষ নজরুল ইসলাম খান বাবু।
সম্মেলনে জেলার সকল উপজেলা শাখার নেতৃবৃন্দ, স্কুল, কলেজ ও মাদরাসার ৫ সহস্রাধিক শিক্ষক-কর্মচারী উপস্থিত ছিলেন।
সাঁথিয়ায় কুপিয়ে হত্যা, ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার-২
পাবনায় বিশ্ব পরিবেশ দিবস পালিত
রাণীনগরে অপহৃত মাদ্রাসা ছাত্রী উদ্ধার, অপহরণকারী গ্রেফতার
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে বিরামপুরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
চট্টগ্রামের সীতাকুণ্ডে কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় ৪১ জনের মৃত্যু, আহত দুই শতাধিক
পাবনার চর তারাপুরে অপরিকল্পিত বালু উত্তোলন বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
পাবনায় ৫টি চোরাই মোটর সাইকেলসহ আন্তঃজেলা চোরচক্রের ৪ সদস্যকে ধরেছে ডিবি পুলিশ
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে নাটোরের সিংড়ায় আওয়ামী লীগের বিক্ষোভ
নিজ অফিসে তালা ঝুলিয়ে নির্বাচন ও পরিসংখ্যান অফিসের দায়িত্ব পালন
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগ-যুবলীগের বিক্ষোভ মিছিল