রাজশাহীতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে ‘বরেন্দ্র পরিবেশ উন্নয়ন স্বেচ্ছাসেবী সংস্থা’র লিফলেট বিতরণ
- প্রকাশিত সময় ০৫:৫৫:৪৫ অপরাহ্ন, সোমবার, ৬ জুন ২০২২
- / 138
স্বতঃকণ্ঠ অনলাইন ডেস্ক
প্রকাশিত: ০৫:৫২ অপরাহ্ন, ৬ জুন ২০২২
গতকাল ৫ জুন ২০২২ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে ‘বরেন্দ্র পরিবেশ উন্নয়ন স্বেচ্ছাসেবী সংস্থা’ রাজশাহী শহরে শব্দ দুষণের ক্ষতিকর প্রভাব তুলে ধরে জনগণের মাঝে লিফলেট বিতরণ করে।
নগরীর ভদ্রা মোড়ে সকাল সাড়ে ১১টায় জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। জনসচেতনতামূলক কর্মসূচিতে নেতৃত্ব দেন প্রকৌশলী মো: জাকির হোসেন খান (পি.এইচ.ডি)। তাঁকে সহযোগিতা করেন গবেষক অলি আহমেদ (পি.এইচ.ডি), শেখ ফয়সাল আহমেদ, ওবায়দুল্লাহ, শামসুর রহমান শরীফ প্রমুখ।
উল্লেখ্য যে, গত ২১ এপ্রিল ২০২২ তারিখে উক্ত সংস্থা রাজশাহীর বিভিন্ন স্থানে শব্দের মান নির্ণয় করেছিল। সেসময় রাজশাহী শহরে নীরব এলাকায় (রুয়েট এর নিকট) দিনে শব্দের ঘণমাত্রা পাওয়া গিয়েছিল ৮৪ ডেসিবেল এবং বাণিজ্যিক এলাকায় দিনে সর্বোচ্চ শব্দের ঘনমাত্রা পাওয়া গিয়েছিল ৮৮ থেকে ৯০ ডেসিবেলের মধ্যে। এরই ধারাবাহিকতায় এই জনসচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচীতে নিম্নোক্ত বিষয়গুলো তুলে ধরা হয়-
করবো নাকো শব্দ দুষণ, গড়বো মোরা সুন্দর ভুবন;
ট্রাফিক আইন মেনে চলি, শব্দ দুষণ রোধ করি;
শব্দ দুষণ করতে রোধ, হয়েছি মোরা এক জোট;
শব্দ দুষণকে না বলি, ভবিষ্যত প্রজন্মকে রক্ষা করি;
শব্দ দুষণ এক নীরব ঘাতক।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আর্থ সোসাইটির উদ্যোগে রাজধানীতে তিন দিনব্যাপী ক্লাইমেট ক্যাম্প
পাবনার আটঘরিয়ায় গতকাল রোববার থেকে শুরু হয়েছে কুটিরশিল্প মেলা ২০২২
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে ‘ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস’র আলোচনা সভা
নওগাঁর রাণীনগর সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখকদের দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
স্বাধীনতা শিক্ষক পরিষদ পাবনা জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত : মিনহাজ সভাপতি, সুজন মাহমুদ সাধারণ সম্পাদক
সাঁথিয়ায় কুপিয়ে হত্যা, ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার-২
পাবনায় বিশ্ব পরিবেশ দিবস পালিত
রাণীনগরে অপহৃত মাদ্রাসা ছাত্রী উদ্ধার, অপহরণকারী গ্রেফতার
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে বিরামপুরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
চট্টগ্রামের সীতাকুণ্ডে কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় ৪১ জনের মৃত্যু, আহত দুই শতাধিক