নাটোরের লালপুরে শহীদ মমতাজ উদ্দিনের ১৯তম শাহাদৎ বার্ষিকী পালিত
- প্রকাশিত সময় ০৭:১৮:৪৭ অপরাহ্ন, সোমবার, ৬ জুন ২০২২
- / 55
লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে জনপ্রিয় আ’লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শহীদ মমতাজ উদ্দিনের ১৯ তম শাহাদাৎ বার্র্ষিকী পালিত হয়েছে।
সোমবার (৬জুন) সকালে উপজেলা আ’লীগের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা শহীদ মমতাজ উদ্দিনের স্মরণ সৌধে পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-১(লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধ শহীদ মমতাজ উদ্দিনের ছেলে শামীম আহমেদ সাগর,
উপজেলা আ.লীগের সহ-সভাপতি এস্কেন্দার মির্জা, যুগ্ম সম্পাদক গোলাম কাওসার, আ.স.ম মাহমুদুল হক মুকুল, আলাউদ্দিন আলাল, সাংগঠনিক সম্পাদক খাইরুল বাশার ভাদু, সাইফুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক কাজী আছিয়া জয়নুল বেনু প্রমুখ।
উল্লেখ্য, ২০০৩ সালের ৬ জুন রাত ১০টার দিকে দলীয় কাজ সেরে সাবেক সংসদ সদস্য মমতাজ উদ্দিন গোপালপুর থেকে মোটরসাইকেল যোগে নিজ বাড়ি আব্দুলপুরের মিল্কিপাড়া গ্রামে ফেরার পথে গোপালপুর-সালামপুর সড়কের দাঁইড়পাড়া-নেঙ্গপাড়া স্থানে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেল থামিয়ে
মমতাজ উদ্দিন কে কুপিয়ে হত্যা করে দুস্কৃতিকারীরা।’