প্রধানমন্ত্রী করোনাকালে রেকর্ড ১৬০০ ডিজিটাল বৈঠক করেছেন
- প্রকাশিত সময় ০৭:০৮:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুন ২০২২
- / 96
বিশেষ সংবাদদাতা, ঢাকা
প্রকাশিত: ০৭:০২ অপরাহ্ন, ৭ জুন ২০২২
প্রধানমন্ত্রী করোনাকালে রেকর্ড ১৬০০ ডিজিটাল বৈঠক করেছেন
কোভিড কালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১ হাজার ৬০০টি ডিজিটাল বৈঠকে অংশ নিয়েছেন বলে জাতীয় সংসদে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
আজ মঙ্গলবার আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্য খালেদা খানমের এক সম্পূরক প্রশ্নের জবাবে এ কথা জানান আইসিটি প্রতিমন্ত্রী। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর অনুষ্ঠিত হয়।
পলক বলেন, ‘সবাই শুনলে অবাক হয়ে যাবেন। বিগত দুই বছরে বিশ্বের ইতিহাসে নতুন রেকর্ড সৃষ্টি করেছেন প্রধানমন্ত্রী। উনি দুই বছরে ১ হাজার ৬০০টি ডিজিটাল বৈঠকে উপস্থিত থেকেছেন। মন্ত্রিসভা, একনেক, রাজনৈতিক এবং জাতীয় ও আন্তর্জাতিক মিলিয়ে এসব বৈঠকে তিনি উপস্থিত ছিলেন। তাঁর দিকনির্দেশনার ফলে সঠিক সমন্বয়ের কারণে করোনা মোকাবিলায় বিশ্বের ৫ম স্থানে আছি।’
প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন না করলে করোনাকালে গত দুই বছরে শিক্ষা, স্বাস্থ্য ও প্রশাসনিক কার্যক্রম, বাণিজ্যিক কার্যক্রম এমনকি বিচারিক কার্যক্রম করা সম্ভব হতো না।’
২০১৮ সালে চালু হওয়া ‘৩৩৩’ নম্বরের মাধ্যমে করোনাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে কর্মহীন, নিম্নবিত্ত মানুষের কাছে সেবা পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী পলক। তিনি বলেন, ‘৩৩৩ কলসেন্টার না থাকলে আমাদের ডক্টর স্কুল তৈরি করা, টেলিমেডিসিন সেবা প্রদান ও খাদ্য সহায়তা দেওয়া দুরূহ হয়ে যেতো।’
জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে বাঁধাধরা ৪-৫টি সংগঠন বাদে আর কোনও সংগঠনকে জানানো হয় না, এখন থেকে জানানো হবে!
চট্টগ্রামের রাউজানে ইচ্ছা যুব ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালিত
পাবনায় জেলা আওয়ামী লীগের ঐতিহাসিক ছয় দফা দিবস পালন
স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে পোশাক শ্রমিকদের কার্ড প্রদানের বিষয়টি বিবেচনায় নেয়ায় মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা
বিড়ির উপর শুল্ক কমানোর দাবিতে জাতীয় রাজস্ব বোর্ড ঘেরাও
আইন অমান্য করে মেইন রাস্তা দখল – চলছে ঠিকাদারী প্রতিষ্ঠানের কাজ
খাগড়াছড়িতে বিএনপির সড়ক অবরোধ
প্রাকৃতিক দুর্যোগের চেয়ে মানব সৃষ্ট র্দুযোগে মানুষ বেশী মারা যাচ্ছে –দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের মহাপরিচালক
স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠায় ঐতিহাসিক ছয় দফার ভূমিকা
রাজশাহীতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে ‘বরেন্দ্র পরিবেশ উন্নয়ন স্বেচ্ছাসেবী সংস্থা’র লিফলেট বিতরণ