রাজশাহীর আড়ানীর পৌরসভার মেয়র মুক্তার গ্রেপ্তার
- প্রকাশিত সময় ০৮:০৩:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুন ২০২২
- / 48
রাজশাহীর আড়ানি পৌরসভার মেয়র মুক্তার আলীকে আবারও গ্রেপ্তার করা হয়েছে। সোমবার(৬মে)দিবাগত রাতে বাঘা থানা পুলিশের সহায়তায় জেলা পুলিশের গোয়েন্দা শাখার(ডিবি)সদস্যরা আড়ানি পৌরসভার পিয়াদাপাড়া মহল্লার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।
জেলা ডিবি পুলিশের ওসি রবিউল ইসলাম জানান, তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনের একটি মামলার গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষ হলেও নিম্ন আদালতে হাজির না হওয়ায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন।
এর ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার(৭মে) দুপুরে তাকে আদালতে চালান দেয়া হয়। এক কলেজ শিক্ষককে পেটানোর মামলায় গত বছরের ৬ জুলাই দিবাগত রাতে পুলিশ মেয়র মুক্তার আলীর বাড়িতে অভিযান চালায়।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় মেয়র। তবে বাড়িতে তাল্লাশী করে অস্ত্র, মাদক ও নগদ প্রায় এক কোটি টাকাসহ মেয়রের স্ত্রী এবং ভাতিজাকেও গ্রেপ্তার করে পুলিশ।
এর দুইদিন পর ৮ জুলাই দিবাগত রাতে পাবনার ঈশ্বরদী থেকে গ্রেপ্তার হন মুক্তার আলী। এর পর তিনি কয়েকমাস কারাগারে ছিলেন। পরে গত বছরের ১২ জুলাই স্থানীয় সরকার বিভাগ তাকে সাময়িক বরখাস্তও করে। পরে জামিনে কারাগার থেকে বের হয়ে উচ্চ আদালতের মাধ্যমে মেয়রের দায়িত্ব ফিরে পান তিনি।
নাটোরে র্যাব-১২, সিপিসি-২, পাবনা কর্তৃক হেরোইন ও মোটরসাইকেলসহ দুজন মাদক ব্যবসায়ী গ্রেফতার
বিএফইউজে ও কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন নেতা আব্দুল মান্নান আর নেই
পাবনায় শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্ব প্রকল্পের আওতায় সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত
পদ্মা সেতুর উদ্বোধনী দিনে পাবনায় জমকালো আয়োজন
প্রধানমন্ত্রী করোনাকালে রেকর্ড ১৬০০ ডিজিটাল বৈঠক করেছেন
জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে বাঁধাধরা ৪-৫টি সংগঠন বাদে আর কোনও সংগঠনকে জানানো হয় না, এখন থেকে জানানো হবে!
চট্টগ্রামের রাউজানে ইচ্ছা যুব ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালিত
পাবনায় জেলা আওয়ামী লীগের ঐতিহাসিক ছয় দফা দিবস পালন
স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে পোশাক শ্রমিকদের কার্ড প্রদানের বিষয়টি বিবেচনায় নেয়ায় মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা
বিড়ির উপর শুল্ক কমানোর দাবিতে জাতীয় রাজস্ব বোর্ড ঘেরাও