পদ্মা সেতুর উদ্বোধনী দিনে পাবনায় জমকালো আয়োজন
- প্রকাশিত সময় ০৯:০৬:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুন ২০২২
- / 183
স্বতঃকণ্ঠ অনলাইন ডেস্ক
প্রকাশিত: ০৮:৫২ অপরাহ্ন, ৭ জুন ২০২২
পদ্মা সেতুর উদ্বোধনী দিনে পাবনায় জমকালো আয়োজন
পাবনা প্রতিনিধ : আগামী ২৫ জুন কোটি মানুষের কাংখিত পদ্মা সেতুর উদ্বোধনী দিনে পাবনায় জমকালো অনুষ্ঠানের আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ উপলক্ষ্যে সকাল ১০ টায় পাবনার স্বাধীনতা চত্ত¡রে উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি প্রর্দশনের ব্যবস্থা করা হবে।
গতকাল সোমবার বিকেলে পাবনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে এক প্রস্তুতি সভায় এ সব কথা জানানো হয়।
পাবনার জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, পাবনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. মোখলেছুর রহমান, পাবনার সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আফরোজা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার জিন্না আল মামুন, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর একে মির্জা শহীদুল ইসলাম প্রমুখ।
প্রধানমন্ত্রী করোনাকালে রেকর্ড ১৬০০ ডিজিটাল বৈঠক করেছেন
জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে বাঁধাধরা ৪-৫টি সংগঠন বাদে আর কোনও সংগঠনকে জানানো হয় না, এখন থেকে জানানো হবে!
চট্টগ্রামের রাউজানে ইচ্ছা যুব ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালিত
পাবনায় জেলা আওয়ামী লীগের ঐতিহাসিক ছয় দফা দিবস পালন
স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে পোশাক শ্রমিকদের কার্ড প্রদানের বিষয়টি বিবেচনায় নেয়ায় মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা
বিড়ির উপর শুল্ক কমানোর দাবিতে জাতীয় রাজস্ব বোর্ড ঘেরাও
আইন অমান্য করে মেইন রাস্তা দখল – চলছে ঠিকাদারী প্রতিষ্ঠানের কাজ
খাগড়াছড়িতে বিএনপির সড়ক অবরোধ
প্রাকৃতিক দুর্যোগের চেয়ে মানব সৃষ্ট র্দুযোগে মানুষ বেশী মারা যাচ্ছে –দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের মহাপরিচালক
স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠায় ঐতিহাসিক ছয় দফার ভূমিকা