পাবনায় শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্ব প্রকল্পের আওতায় সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত
- প্রকাশিত সময় ০৯:৩৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুন ২০২২
- / 114
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৩০ অপরাহ্ন, ৭ জুন ২০২২
পাবনায় শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্ব প্রকল্পের আওতায় সচেতনতামূলক কর্মশালা
নিজস্ব প্রতিনিধি : শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্ব প্রকল্পের আওতায় সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আফরোজা আক্তারের সভাপতিত্বে এ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক বিশ্বস রাসেল হোসেন।
বক্তব্য দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ার রহমান, সিভিল সার্জন ডাক্তার মনিসর চৌধুরী, পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নাজমুল হোসাইন, বি আর টি এ এর সহকারী পরিচালক আব্দুল হালিম।
এ সময় উপস্থিত ছিলেন মোটরজান মালিক সমিতির নেতৃবৃন্দ, জেলা ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দসহ বিভিন্ন সরকারি দপ্তরের অফিস প্রধানগণ।
কর্মশালায় বক্তারা বলেন আইনের যথাযথ প্রয়োগ করতে হবে এবং সড়ক-মহাসড়ক থেকে অবৈধ নসিমন, করিমন, ভটভটি, ইত্যাদি যানবাহন জনচলাচল না করে এ বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে যথাযথ দায়িত্ব পালন করতে হবে। যারা যানবাহন চালান তারা যেন অযথা হর্ন না বাজান এ বিষয়ে তাদের সচেতন হতে হবে। জেলাতে বিভিন্ন এলাকায় গড়ে তুলতে হবে, যেমন একটা নির্দিষ্ট এলাকা থাকবে যেখানে শিল্প হবে, আরেকটা এলাকা থাকবে যেখানে শুধু আবাসিক এলাকা হবে, আর একটা এলাকা থাকবে যেখানে শুধু হসপিটাল হবে, ইত্যাদি।এভাবে যদি আমরা এলাকা ভাগ করে দেই তাহলে শব্দ দূষণের ক্ষতিকর প্রভাব থেকে আমরা সকলে বাঁচতে পারব। বিভিন্ন এলাকায় শব্দ দূষণের মাত্রা স¤পর্কে সাইনবোর্ড টাঙিয়ে দিতে হবে যাতে কেউ সেই মানমাত্রার অতিরিক্ত শব্দ সৃষ্টি না করে। সর্বোপরি শব্দ দূষণ স¤পর্কে সকলকে সচেতন হতে হবে এবং দায়িত্বশীল আচরণ করতে হবে।
কর্মশালাটি সঞ্চালনা করেন ইকিউএমএস কনসালটিং লিমিটেডের পরিবেশ পরামর্শক মাসুম রেজা।
পদ্মা সেতুর উদ্বোধনী দিনে পাবনায় জমকালো আয়োজন
প্রধানমন্ত্রী করোনাকালে রেকর্ড ১৬০০ ডিজিটাল বৈঠক করেছেন
জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে বাঁধাধরা ৪-৫টি সংগঠন বাদে আর কোনও সংগঠনকে জানানো হয় না, এখন থেকে জানানো হবে!
চট্টগ্রামের রাউজানে ইচ্ছা যুব ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালিত
পাবনায় জেলা আওয়ামী লীগের ঐতিহাসিক ছয় দফা দিবস পালন
স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে পোশাক শ্রমিকদের কার্ড প্রদানের বিষয়টি বিবেচনায় নেয়ায় মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা
বিড়ির উপর শুল্ক কমানোর দাবিতে জাতীয় রাজস্ব বোর্ড ঘেরাও
আইন অমান্য করে মেইন রাস্তা দখল – চলছে ঠিকাদারী প্রতিষ্ঠানের কাজ
খাগড়াছড়িতে বিএনপির সড়ক অবরোধ
প্রাকৃতিক দুর্যোগের চেয়ে মানব সৃষ্ট র্দুযোগে মানুষ বেশী মারা যাচ্ছে –দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের মহাপরিচালক