আটঘরিয়ায় দিনব্যাপী নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত
- প্রকাশিত সময় ০২:১৪:৫২ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুন ২০২২
- / 151
স্বতঃকণ্ঠ অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১১:৫৩ রাত, ৭ জুন ২০২২
পাবনা জেলা তথ্য অফিসের উদ্যোগে দিনব্যাপী “নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের ওরিয়েন্টেশন কর্মশালা”
মঙ্গলবার (৭ জুন) পাবনা জেলা তথ্য অফিসের উদ্যোগে “শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মশালা আটঘরিয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। যোগাযোগ কার্যক্রম “৫ম পর্যায় ১ম সংশোধন” শীর্ষক প্রকল্পের অধীন ২০২১-২২ অর্থবছরের ৪র্থ কোয়ার্টারের (এপ্রিল-জুন) জিওবি খাতের আওতায় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের সমন্বয়ে এই কর্মশালা আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার, আটঘরিয়া জনাব মাকসুদা আক্তার মাসু এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান, আটঘরিয়া জনাব মোঃ তানভীর ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুল্লাহ-আল-আজিজ, সহকারী কমিশনার (ভূমি), আটঘরিয়া জনাব মোঃ আরিফুজ্জামান এবং থানা ভারপ্রাপ্ত অফিসার মোঃ হাফিজুর রহমান।
প্রধান অতিথি শিশু ও নারী উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগের যথার্থতা তুলে ধরার পাশাপাশি তা বাস্তবায়নে সকলকে নিজ নিজ অবস্থান থেকে সক্রিয় ভূমিকা পালনের আহবান জানান। সেইসাথে সামাজিক আন্দোলনের মাধ্যমে সমাজ থেকে সকল প্রকার ব্যাধি দূর করতে সকলকে কার্যকরি ভূমিকা পালনের আহবান জানান।
সভাপতি শিশু ও নারী উন্নয়নে সরকারের গৃহীত বিভিন্ন কার্যক্রম ও উদ্যোগের কথা তুলে ধরেন এবং এ সকল উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রায় সকলকে অংশগ্রহণের আহবান জানান। সেই সঙ্গে সকলকে তৃণমূল পর্যায়ে সরকারের উন্নয়ন বার্তা পৌছানোর পাশাপাশি যার যার অবস্থান থেকে দায়িত্ব পালনের জন্য বিশেষ গুরুত্ব আরোপ করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিনিয়র তথ্য অফিসার জনাব মোঃ সামিউল আলম।
কর্মশালায় করোনাকালীন শিশু ও নারী বিশেষ করে গর্ভবতী মা ও নবজাতকের স্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ মাতৃত্ব, মাতৃদুগ্ধ, অটিজম ও শিশুর মানসিক স্বাস্থ্য পরিচর্যা, ডেঙ্গু প্রতিরোধ বিষয়ে সেসন পরিচালনা করেন ডা. আবদুল্লাহ-আল-আজিজ।
নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, যৌতুক ও বাল্য বিবাহ প্রতিরোধ, মাদক ও জঙ্গীবাদ প্রতিরোধ, ইভটিজিং বিষয়ে সেসন পরিচালনা করেন আটঘরিয়া থানা ভারপ্রাপ্ত অফিসার মোঃ হাফিজুর রহমান এবং জন্ম নিবন্ধন, শিশু অধিকার, পরিবেশ সুরক্ষা, নারীর সামাজিক নিরাপত্তা কর্মসূচী বিষয়ে সেসন পরিচালনা করেন আটঘরিয়ার সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুজ্জামান।
কর্মশালায় জনপ্রতিনিধি, সরকারি ও বেসরকারি কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, ধর্মীয় প্রতিনিধি, ক্রীড়া সংগঠক ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ মোট ৪০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে শিশু ও নারী উন্নয়নে বিভিন্ন কার্যক্রম তুলে ধরার পাশাপাশি করনীয় দিকগুলো নিয়ে প্রাণবন্ত আলোচনা হয় এবং সকলে যার যার অবস্থান থেকে শিশু ও নারী উন্নয়নে অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করেন। – সংবাদ বিজ্ঞপ্তি
নাটোরে র্যাব-১২, সিপিসি-২, পাবনা কর্তৃক হেরোইন ও মোটরসাইকেলসহ দুজন মাদক ব্যবসায়ী গ্রেফতার বিএফইউজে ও কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন নেতা আব্দুল মান্নান আর নেই পাবনায় শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্ব প্রকল্পের আওতায় সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত পদ্মা সেতুর উদ্বোধনী দিনে পাবনায় জমকালো আয়োজন প্রধানমন্ত্রী করোনাকালে রেকর্ড ১৬০০ ডিজিটাল বৈঠক করেছেন জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে বাঁধাধরা ৪-৫টি সংগঠন বাদে আর কোনও সংগঠনকে জানানো হয় না, এখন থেকে জানানো হবে! চট্টগ্রামের রাউজানে ইচ্ছা যুব ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালিত পাবনায় জেলা আওয়ামী লীগের ঐতিহাসিক ছয় দফা দিবস পালন স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে পোশাক শ্রমিকদের কার্ড প্রদানের বিষয়টি বিবেচনায় নেয়ায় মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা বিড়ির উপর শুল্ক কমানোর দাবিতে জাতীয় রাজস্ব বোর্ড ঘেরাও