ড. মোঃ রফিকুল ইসলাম ও মোঃ জাকারিয়া হোসেন নাটোর জেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক
- প্রকাশিত সময় ০৪:৫১:৫৪ অপরাহ্ন, বুধবার, ৮ জুন ২০২২
- / 126
সিংড়া প্রতিনিধি
প্রকাশিত: ০৪:৩১ অপরাহ্ন, ৮ জুন ২০২২
ড. মোঃ রফিকুল ইসলাম ও মোঃ জাকারিয়া হোসেন নাটোর জেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ উদযাপন উপলক্ষ্যে শিক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য জেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক কলেজ পর্যায়ে নির্বাচিত হয়েছেন ড. মোঃ রফিকুল ইসলাম। তিনি সিংড়া গোল- ই- আফরোজ সরকারি কলেজের পদার্থ বিজ্ঞানের সহকারী অধ্যাপক। এছাড়া জেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক স্কুল পর্যায়ে নির্বাচিত হয়েছেন সিংড়া দমদমা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ জাকারিয়া হোসেন।
গত ২৪ মে জেলা প্রশাসক শামীম আহমেদ এবং জেলা শিক্ষা অফিসার আকতার হোসেন নাটোর কালেক্টরেট পাবলিক স্কুল ও কলেজ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে তাদেরকে স্বীকৃতিসনদ প্রদান করেন।
ড. মোঃ রফিকুল ইসলাম ইতোপূর্বেও জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৯ উপলক্ষে সিংড়া উপজেলায় শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (কলেজ) হিসেবে স্বীকৃতিলাভ করেছিলেন। তিনি ২৯ তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের সদস্য হিসেবে ১লা আগস্ট ২০১১ সালে বগুড়ার সান্তাহার সরকারি কলেজে যোগদান করেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয থেকে তরুণ বয়সেই এম.ফিল ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি। বগুড়া সরকারি আজিজুল হক কলেজ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং মালয়েশিয়ার ইউনিভার্সিটি নটিংহাম এ পড়াশুনা করেন ড. রফিকুল ইসলাম। তাঁর জন্ম বগুড়ার শিবগঞ্জ উপজেলার পীরব ইউনিয়নের জানগ্রামে।
মোঃ জাকারিয়া হোসেন ইতোপূর্বেও জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৮ উপলক্ষে জেলায় শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (স্কুল) হিসেবে স্বীকৃতিলাভ করেছিলেন। এছাড়াও তিনি ২০১৬ ও ১৭ সালে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে রাজশাহী কলেজ থেকে স্নাতকোত্তর পাশ করেন জাকারিয়া হোসেন। ২০১৮ সালে গণিতে উচ্চতর প্রশিক্ষণে সরকারি সফরে থাইল্যান্ড গমন করেন। তাঁর জন্ম সিংড়া উপজেলার শেরকোল ইউনিয়নের শাহবাজপুর গ্রামে।
সিংড়া/সুইট
ফেডারেশন অব বাংলাদেশ কাস্টমস্ ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্টস্ এসোসিয়েশনের গুরুত্বপুর্ণ সংবাদ সম্মেলন কাল আটঘরিয়ায় দিনব্যাপী নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত নাটোরে র্যাব-১২, সিপিসি-২, পাবনা কর্তৃক হেরোইন ও মোটরসাইকেলসহ দুজন মাদক ব্যবসায়ী গ্রেফতার বিএফইউজে ও কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন নেতা আব্দুল মান্নান আর নেই পাবনায় শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্ব প্রকল্পের আওতায় সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত পদ্মা সেতুর উদ্বোধনী দিনে পাবনায় জমকালো আয়োজন প্রধানমন্ত্রী করোনাকালে রেকর্ড ১৬০০ ডিজিটাল বৈঠক করেছেন জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে বাঁধাধরা ৪-৫টি সংগঠন বাদে আর কোনও সংগঠনকে জানানো হয় না, এখন থেকে জানানো হবে! চট্টগ্রামের রাউজানে ইচ্ছা যুব ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালিত পাবনায় জেলা আওয়ামী লীগের ঐতিহাসিক ছয় দফা দিবস পালন