নওগাঁর রাণীনগরে লাইসেন্সবিহীন ধান ব্যবসার দায়ে পাঁচ আড়তদারকে জরিমানা
- প্রকাশিত সময় ১২:০১:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুন ২০২২
- / 80
রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা
প্রকাশিত: ১১:৩৭ অপরাহ্ন, ৮ জুন ২০২২
নওগাঁর রাণীনগরে লাইসেন্সবিহীন ধান ব্যবসার দায়ে পাঁচ আড়তদারকে জরিমানা
নওগাঁর রাণীনগরে লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনার দায়ে (ধান ব্যবসায়ী) পাঁচ আড়তদারকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার (৮ জুন) বিকেলে উপজেলার আবাদপুকুর হাটে অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মাদ হাফিজুর রহমান।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মাদ হাফিজুর রহমান জানান, লাইসেন্সবিহীন ধান ব্যবসা পরিচালনা ঠেকাতে বুধবার বিকেল উপজেলার আবাদপুকুর হাটে অভিযান পরিচালনা করা হয়। এ সময় লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনার করার অপরাধে আবাদপুকুর হাটের আড়তদার রানা আকন্দকে ২ হাজার টাকা, ফরিদ সরদারকে ৩ হাজার টাকা, আনিছুর রহমানকে ৫ হাজার টাকা, আব্দুস সাত্তারকে ৫ হাজার টাকা ও হামিদুর ইসলামকে ৫ হাজার টাকা সহ পাঁচ আড়তদারকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরও জানান, অভিযানে লাইসেন্সবিহীন ব্যবসা ঠেকাতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।
এ সময় উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন, উপজেলা খাদ্য পরিদর্শক সাবরিন মোস্তারী, উপজেলা ভূমি অফিসের নাজির আফরিন জাহান উপস্থিত ছিলেন।
পাবনায় চাঁদার টাকা না পেয়ে দোকান ও বসতবাড়ি ভাংচুর ও লুটপাট : আতঙ্কে কয়েকটি পরিবার রুয়েট সিএসই ফেস্ট: বিজয়ী ২৪ দল ও তিন শিক্ষার্থীর নাম ঘোষণা রেলপথ মন্ত্রণালয়ের কাছে বাংলাদেশ রেলওয়ে অসহায় : মনিরুজ্জামান মনির ড. মোঃ রফিকুল ইসলাম ও মোঃ জাকারিয়া হোসেন নাটোর জেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক ফেডারেশন অব বাংলাদেশ কাস্টমস্ ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্টস্ এসোসিয়েশনের গুরুত্বপুর্ণ সংবাদ সম্মেলন কাল আটঘরিয়ায় দিনব্যাপী নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত নাটোরে র্যাব-১২, সিপিসি-২, পাবনা কর্তৃক হেরোইন ও মোটরসাইকেলসহ দুজন মাদক ব্যবসায়ী গ্রেফতার বিএফইউজে ও কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন নেতা আব্দুল মান্নান আর নেই পাবনায় শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্ব প্রকল্পের আওতায় সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত পদ্মা সেতুর উদ্বোধনী দিনে পাবনায় জমকালো আয়োজন