নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুল শিক্ষক নিহত
- প্রকাশিত সময় ১২:৫৫:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুন ২০২২
- / 89
নওগাঁ সংবাদদাতা
প্রকাশিত: ১১:৪৭ অপরাহ্ন, ৮ জুন ২০২২
নওগাঁর মহাদেবপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাখাওয়াত হোসেন (৪০) নামে মোটরসাইকেল আরোহী এক শিক্ষকের মৃত্যু হয়েছে। নিহত সাখাওয়াত হোসেন উপজেলার হাতুড় ইউনিয়নের হাতুড় গ্রামের মোঃ রহমতুল্লাহ ছেলে। নিহত স্কুল শিক্ষক উপজেলার গাহলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, বুধবার দুপুর পৌনে ২ টার দিকে সাখাওয়াত তার নিজ মোটরসাইকেলে করে উপজেলার মহাদেবপুর বাজারের মাতাজী রোডের আওয়ামীলীগের পুরাতন অফিসের সামনে পৌঁছালে একটি ট্রাকের সাথে ধাক্কা খেয়ে চাকার নিচে পরে গুরুতর জখম হয়। তাৎক্ষণিক ভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে নেওয়ার সময় পথিমধ্যে উপজেলার নওহাটা মোড় এলাকায় গেলে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে।
সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ আজম উদ্দিন মাহমুদ বলেন, দূর্ঘটনার সংবাদ পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। দূর্ঘটনার পরই ঘাতক ট্রাক চালক ট্রাক নিয়ে পালিয়ে যায়।
বিরামপুরে শব্দদূষণ নিয়ন্ত্রণে সচেতনতামূলক প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত চারঘাটে তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচী নওগাঁর রাণীনগরে লাইসেন্সবিহীন ধান ব্যবসার দায়ে পাঁচ আড়তদারকে জরিমানা চৌকিবাড়ি মোস্তফাবিয়া ডিএসডি মাদরাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পাবনায় চাঁদার টাকা না পেয়ে দোকান ও বসতবাড়ি ভাংচুর ও লুটপাট : আতঙ্কে কয়েকটি পরিবার রুয়েট সিএসই ফেস্ট: বিজয়ী ২৪ দল ও তিন শিক্ষার্থীর নাম ঘোষণা রেলপথ মন্ত্রণালয়ের কাছে বাংলাদেশ রেলওয়ে অসহায় : মনিরুজ্জামান মনির ড. মোঃ রফিকুল ইসলাম ও মোঃ জাকারিয়া হোসেন নাটোর জেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক ফেডারেশন অব বাংলাদেশ কাস্টমস্ ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্টস্ এসোসিয়েশনের গুরুত্বপুর্ণ সংবাদ সম্মেলন কাল আটঘরিয়ায় দিনব্যাপী নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত