ভাঙ্গুড়ায় গভর্নেন্স ইনোভেশন ইউনিটের সহযোগিতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ ১০টি উদ্যোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
- প্রকাশিত সময় ০৩:১০:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুন ২০২২
- / 85
স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ১১:৫০ অপরাহ্ন, ৮ জুন ২০২২
পাবনার ভাঙ্গুড়া উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের সহযোগিতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ ১০টি উদ্যোগ বিষয়ক “প্রশিক্ষণ কর্মশালা” অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ৮জুন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলা পরিষদস্থ বীর মুক্তিযোদ্ধা এম.হোসেন আলী অডিটোরিয়াম কাম-কমিউনিটি সেন্টারে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদ খান এতে সভাপতিত্ব করেন।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্ধোধন ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ ১০টি উদ্যোগ বিষয়ক স্টোকহোল্ডারদের দলগত কার্যক্রমের কর্মপদ্ধতির সমন্বয় করেন, পাবনার বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ-আল-মামুন।
বিশেষ অতিথির বক্তব্য দেন ভাঙ্গুড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ বাকি বিল্লাহ ও সহকারি কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপাশা হোসাইন।
কর্মশালায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ ১০টি উদ্যোগ বিষয়ক পল্লী সঞ্চয় ব্যাংক, আশ্রায়ণ প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কর্মসূচী,নারীর ক্ষমতায়ন, ঘরে ঘরে বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক ও শিশুর মানবিক বিকাশ, সামাজিক নিরাপত্তা কর্মসূচী, বিশেষ বিকাশ ও পরিবেশ সুরক্ষা বিষয়ে কর্মশালায় স্থান পায়। কর্মশালায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,বীরমুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মিবৃন্দ, কাজী-ইমাম, সংখ্যালঘু -ধর্মীয় সংগঠনের প্রতিনিধি, সংস্থার প্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধি অংশ গ্রহণ করেন।
পাবনার চাটমোহরের বাসস্ট্যান্ড এলাকার শামস্ প্লাজায় হামদর্দ-এর ২৭২তম চিকিৎসা ও বিক্রয় কেন্দ্রের উদ্বোধন সাংবাদিকতায় বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য টাঙ্গাইলের তিন কৃতি সাংবাদিককে সংবর্ধনা দিয়েছে জেলা প্রশাসন সিংড়ায় কৃষি আবহাওয়া তথ্য উন্নতিকরণ রোভিং সেমিনার অনুষ্ঠিত
পাকা আম পাড়তে গাছের মাথায় উঠে অসুস্থ হয়ে পড়ে এক যুবক, নিচে নামায় ফায়ার সার্ভিস এসে নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুল শিক্ষক নিহত বিরামপুরে শব্দদূষণ নিয়ন্ত্রণে সচেতনতামূলক প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত চারঘাটে তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচী নওগাঁর রাণীনগরে লাইসেন্সবিহীন ধান ব্যবসার দায়ে পাঁচ আড়তদারকে জরিমানা চৌকিবাড়ি মোস্তফাবিয়া ডিএসডি মাদরাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পাবনায় চাঁদার টাকা না পেয়ে দোকান ও বসতবাড়ি ভাংচুর ও লুটপাট : আতঙ্কে কয়েকটি পরিবার