হত্যা মামলায় ২২ বছর জেল খেটে আবার জেলে
- প্রকাশিত সময় ০৬:০৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুন ২০২২
- / 82
কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশিত: ০৩:১৪ অপরাহ্ন, ৯ জুন ২০২২
একটি হত্যা মামলায় প্রায় ২২ বছর তিনমাস তিনদিন জেল খেটেছে বাবলু শেখ (৫১)। সাজা শেষে প্রায় তিনমাস আগে জেল থেকে মুক্ত হন তিনি। এরপরই আবার অপরাধে জড়িয়ে পড়েন তিনি। শুরু করেন মাদক ব্যবস্যা। ৭ কেজি গাঁজাসহ আটকের পর পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে এমন স্বীকারক্তিতে দেন তিনি।
বাবলু শেখকে বুধবার (৮ জুন) রাত ১১ টার দিকে কুষ্টিয়ার কুমারখালী বাসস্ট্যান্ড এলাকা থেকে ৭ কেজি গাঁজাসহ আটক করে পুলিশ। পরে তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।
অতীতে বাবলু শেখ কুষ্টিয়া সদর উপজেলার জগতী এলাকার বাসিন্দা ছিলেন। কিন্তু বর্তমানে তিনি নন্দনালপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামের ফুলতলার বাসিন্দা। তার বাবার নাম খজের আলী শেখ।
বৃহস্পতিবার (৯ জুন) সকালে এতথ্য নিশ্চিত করেছেন কুমারখালী থানার পরিদর্শক (তদন্ত) মো. আকিবুল ইসলাম। তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে বাসস্ট্যান্ড এলাকা থেকে ৭ কেজি গাঁজাসহ বাবলু শেখকে আটক করা হয়। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকারক্তি দেন যে, একটি হত্যা মামলায় প্রায় ২২ বছর তিনমাস তিনদিন হাজত খেটেছি। তিনমাস আগে বের হয়ে আবার মাদক ব্যবসা করেছি।’
তিনি আরো বলেন, ‘ বাবলু শেখ ছোট থেকেই চুরি, ছিনতাই, মাদকসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িয়ে ছিলেন। বিভিন্ন থানায় তাঁর বিরুদ্ধে মামলা আছে বলে স্বীকারক্তি দেন বাবলু।’
থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, ৭ কেজি গাঁজাসহ একজনকে আটক করা হয়েছে। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আয়োজনে বিজ্ঞাপন-প্রদর্শনী অনুষ্ঠিত শাহজাদপুরে নবাগত ইউএনও’র সাথে সরকারি-বেসরকারি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় গভর্নেন্স ইনোভেশন ইউনিটের সহযোগিতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ ১০টি উদ্যোগ বিষয়ক “প্রশিক্ষণ কর্মশালা” অনুষ্ঠিত পাবনার চাটমোহরের বাসস্ট্যান্ড এলাকার শামস্ প্লাজায় হামদর্দ-এর ২৭২তম চিকিৎসা ও বিক্রয় কেন্দ্রের উদ্বোধন সাংবাদিকতায় বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য টাঙ্গাইলের তিন কৃতি সাংবাদিককে সংবর্ধনা দিয়েছে জেলা প্রশাসন সিংড়ায় কৃষি আবহাওয়া তথ্য উন্নতিকরণ রোভিং সেমিনার অনুষ্ঠিত
পাকা আম পাড়তে গাছের মাথায় উঠে অসুস্থ হয়ে পড়ে এক যুবক, নিচে নামায় ফায়ার সার্ভিস এসে নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুল শিক্ষক নিহত বিরামপুরে শব্দদূষণ নিয়ন্ত্রণে সচেতনতামূলক প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত চারঘাটে তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচী