দেশে ডিজিটাল ব্যাংক স্থাপনের চিন্তা
- প্রকাশিত সময় ০৯:৩০:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুন ২০২২
- / 195
বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:২৯ অপরাহ্ন, ৯ জুন ২০২২
দেশে প্রচলিত ব্যাংকগুলোর পাশাপাশি ডিজিটাল ব্যাংক স্থাপনের চিন্তা করছে সরকার। প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রী বলেছেন, আর্থিক অন্তর্ভুক্তিকে ব্যাপক ও দ্রুততর করার লক্ষ্যে ডিজিটাল ব্যাংক স্থাপনের বিষয়টি পরীক্ষা করা হবে। উন্নত বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি সিঙ্গাপুর, মালয়েশিয়া, ভারতসহ এশিয়া অঞ্চলের কিছু দেশে ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার বিষয়টি প্রাথমিক বাস্তবায়ন ও পরীক্ষা-নিরীক্ষার পর্যায়ে রয়েছে। এরূপ ব্যাংক প্রতিষ্ঠিত হলে তরুণ আইটি কর্মীদের ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
নতুন প্রজন্মের আর্থিক চাহিদা পূরণে ‘ডিজিটাল ব্যাংক’ চালুর উদ্যোগ নিয়েছে বেসরকারি খাতের ব্যাংক এশিয়া। যার মাধ্যমে যে কেউ ঘরে বসে বিভিন্ন সেবা নিতে পারবে। ডিজিটাল ব্যাংক যুক্ত থাকবে ন্যাশনাল পেমেন্ট সুইচ অব বাংলাদেশের (এনপিএসবি) সঙ্গে। এর মাধ্যমে ডিজিটাল ব্যাংকের গ্রাহকেরা সহজেই অন্য ব্যাংকের বিভিন্ন সেবাও নিতে পারবেন।
এদিকে ডিজিটাল ব্যাংক গঠনে নীতিমালা প্রণয়নের জন্য গত বছর কাজ শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। আর ডিজিটাল ব্যাংক চালুর অনুমতি চেয়ে ইতিমধ্যে কেন্দ্রীয় ব্যাংকে আবেদন করেছে ব্যাংক এশিয়া। এটি হবে ব্যাংক এশিয়ার একটি সহযোগী প্রতিষ্ঠান, যার ৫১ শতাংশ শেয়ারের অংশীদার হবে ব্যাংকটি। বাকি শেয়ারের অংশীদার বিদেশি প্রযুক্তিবিদ, প্রতিষ্ঠান ও লেনদেন প্রতিষ্ঠান।
লালপুরে পদ্মা নদীতে জামা-কাপড় পরিস্কার করতে গিয়ে এক নারী নিখোঁজ ব্লকচেইন অলিম্পিয়াডে পাবিপ্রবি শিক্ষার্থীদের টিম চ্যাম্পিয়ন টাঙ্গাইলে জাতীয় পার্টির বর্ধিত সভায় সদরের সাবেক সংসদ সদস্য লাঞ্ছিত হত্যা মামলায় ২২ বছর জেল খেটে আবার জেলে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আয়োজনে বিজ্ঞাপন-প্রদর্শনী অনুষ্ঠিত শাহজাদপুরে নবাগত ইউএনও’র সাথে সরকারি-বেসরকারি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় গভর্নেন্স ইনোভেশন ইউনিটের সহযোগিতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ ১০টি উদ্যোগ বিষয়ক “প্রশিক্ষণ কর্মশালা” অনুষ্ঠিত পাবনার চাটমোহরের বাসস্ট্যান্ড এলাকার শামস্ প্লাজায় হামদর্দ-এর ২৭২তম চিকিৎসা ও বিক্রয় কেন্দ্রের উদ্বোধন সাংবাদিকতায় বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য টাঙ্গাইলের তিন কৃতি সাংবাদিককে সংবর্ধনা দিয়েছে জেলা প্রশাসন সিংড়ায় কৃষি আবহাওয়া তথ্য উন্নতিকরণ রোভিং সেমিনার অনুষ্ঠিত