পাবনায় জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত
- প্রকাশিত সময় ১২:১৫:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুন ২০২২
- / 124
স্বতঃকণ্ঠ অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১১:৩৯ অপরাহ্ন, ৯ জুন ২০২২
মুসলিম সস্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল আজহাকে সামনে রেখে পাবনায় জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক এক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
সোনালী ব্যাংক লিমিটেড পাবনা শাখার আয়োজনে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় সোনালী ব্যাংক ভবনের ২য় তলায় অনুষ্ঠিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন ব্যাংকের এ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো: শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনা পৌরসভার মেয়র শরীফ উদ্দিন প্রধান, সোনালী ব্যাংক লিমিটেড পাবনা প্রিন্সিপ্যাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মুহাম্মদ মনোয়ারুল ইসলাম, সাবেক ডেপুটি জেনারেল ম্যানেজার মসির উদ্দিন ওয়ারেসী প্রমুখ।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বীর মুক্তিযেদ্ধা এ্যাড. সাইফুল ইসলাম বাবলু ও বাংলাদেশ ব্যাংক রাজশাহীর উপপরিচালক ফিরোজ উদ্দিন। প্রধান আলোচক হিসেবে প্রজেক্টরের মাধ্যমে ১০০০, ৫০০, ২০০ ও ১০০ টাকার জালনোট বিষয়ে হাতে কলমে ধারণা দেন বাংলাদেশ ব্যাংক রাজশাহী শাখার উপ-পরিচালক উত্তম কুমার বিশ্বাস।
ওয়ার্কশপটি সঞ্চালনা করেন সোনালী ব্যাংক লিমিটেড পাবনা প্রিন্সিপ্যাল অফিসের এ্যসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার খন্দকার আবিদুর রহমান। বিশেষ অতিথির বক্তব্যে মেয়র শরীফ উদ্দিন প্রধান বলেন, যারা জালনোট তৈরী করে ও বিভিন্ন হাতে ছড়িয়ে দেয় তারা দেশের শত্রু, তারা জাতির শত্রু। সামনের কোরবানীর ঈদকে কেন্দ্র করে কোন অশুভ চক্র যেন জাল টাকা ছড়িয়ে দিয়ে মানুষের ক্ষতি করতে না পারে সেজন্য ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহবান জানান। মেয়র জালনোট সম্পর্কে সাধারণ জনগণকেও বিশেষভাবে সতর্ক থাকার আহবাান জানান।
দেশে ডিজিটাল ব্যাংক স্থাপনের চিন্তা পাবনায় ৪৮৫ পিস ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
লালপুরে পদ্মা নদীতে জামা-কাপড় পরিস্কার করতে গিয়ে এক নারী নিখোঁজ ব্লকচেইন অলিম্পিয়াডে পাবিপ্রবি শিক্ষার্থীদের টিম চ্যাম্পিয়ন টাঙ্গাইলে জাতীয় পার্টির বর্ধিত সভায় সদরের সাবেক সংসদ সদস্য লাঞ্ছিত হত্যা মামলায় ২২ বছর জেল খেটে আবার জেলে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আয়োজনে বিজ্ঞাপন-প্রদর্শনী অনুষ্ঠিত শাহজাদপুরে নবাগত ইউএনও’র সাথে সরকারি-বেসরকারি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় গভর্নেন্স ইনোভেশন ইউনিটের সহযোগিতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ ১০টি উদ্যোগ বিষয়ক “প্রশিক্ষণ কর্মশালা” অনুষ্ঠিত পাবনার চাটমোহরের বাসস্ট্যান্ড এলাকার শামস্ প্লাজায় হামদর্দ-এর ২৭২তম চিকিৎসা ও বিক্রয় কেন্দ্রের উদ্বোধন