ঈশ্বরদীতে প্রতারকচক্রের দুই সদস্যকে আটক: প্রত্যেকের ৩ মাসের কারাদন্ড
- প্রকাশিত সময় ০৪:১৬:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুন ২০২২
- / 145
ঈশ্বরদী সংবাদদাতা
প্রকাশিত: ১১:৫২ অপরাহ্ন, ৯ জুন ২০২২
ঈশ্বরদীতে প্রতারকচক্রের দুই সদস্যকে আটক করে জেলে পাঠিয়েছেন ভ্রাম্যমান আদালত। উভয়কে তিনমাস করে কারাদন্ড দেওয়ার আদেশ হয়েছে। বুধবার রাত ৮টায় উপজেলা পরিষদ চত্বরে ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার পিএম ইমরুল কায়েস এ আদেশ দেন।
সাজা প্রাপ্তরা হলেন খুলনার খালিশপুর উপজেলার খোয়ালখালী গ্রামের আফসার আলী প্রামানিকের ছেলে জিএম আব্দুল আজিজ (৩৭) ও সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার আলী আকবরের ছেলে মো. আলহাজ উদ্দিন (৪৭)।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, অভিযুক্তরা উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের খারজানি গ্রামে নবীর উদ্দিনের বাড়ি ভাড়া নিয়ে ‘কেয়ার সঞ্চয় ঋণদান সমবায় সমিতি’র নামে একটি অবৈধ প্রতিষ্ঠানের শাখা অফিস চালু করেন। এ সমিতির সদস্যেদের এক লাখ টাকা ঋণ দেয়া হবে বলে খারজানি, কামালপুর ও দাঁদপুর গ্রামের ৪০ জনের নিকট থেকে ৫শ’ থেকে শুরু করে ১৫ হাজার টাকা পর্যন্ত সঞ্চয় নেয়। অবৈধভাবে টাকা গ্রহণ ও প্রতারণার অভিযোগে তাদের তিন মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে।
খারজানি গ্রামের আকমল হোসেন জানান, একটি অবৈধ ও ভুয়া এনজিও’র নামে সহজ সরল মানুষদের সঙ্গে প্রতারণা করছিল দুই প্রতারক। বুধবার বিকালে নবীর উদ্দিনের বাড়ি ভাড়া চুক্তি ও অগ্রীম টাকা দেয়ার কথা থাকলেও তারা চুক্তির অগ্রীম টাকা না দিয়ে টালবাহানা করতে থাকে। একই সঙ্গে তারা বুধবার ঋণ দিবে বলে গ্রামের মানুষদের নিকট থেকে সঞ্চয় গ্রহণ করতে থাকে। এ বিষয়টি আমাদের কাছে সন্দেহজনক মনে হলে প্রশাসনকে বিষয়টি অবহিত করি।
ভুয়া ব্রান্ডের নামে চাল বিক্রির দায়ে ঈশ্বরদীর দুটি চালকল মালিককে ৮০ হাজার টাকা জরিমানা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নওগাঁয় বন্ধুর ঘরের মেঝেতে পুঁতে রাখা অবস্থায় যুবকের লাশ উদ্ধার: আটক ৩ পাবনায় জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত দেশে ডিজিটাল ব্যাংক স্থাপনের চিন্তা পাবনায় ৪৮৫ পিস ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
লালপুরে পদ্মা নদীতে জামা-কাপড় পরিস্কার করতে গিয়ে এক নারী নিখোঁজ ব্লকচেইন অলিম্পিয়াডে পাবিপ্রবি শিক্ষার্থীদের টিম চ্যাম্পিয়ন টাঙ্গাইলে জাতীয় পার্টির বর্ধিত সভায় সদরের সাবেক সংসদ সদস্য লাঞ্ছিত পাবনায় প্রান্তিক জনগোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়নে সমাজ সেবা অধিদপ্তরের ভুমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ঈশ্বরদীতে প্রতারকচক্রের দুই সদস্যকে আটক: প্রত্যেকের ৩ মাসের কারাদন্ড