অন্তরাকে মারধরের ঘটনায় থানা মামলা না নিয়ে জিডি হিসাবে অন্তর্ভুক্ত করার অভিযোগ
- প্রকাশিত সময় ০৮:২৮:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুন ২০২২
- / 209
স্বতঃকণ্ঠ অনলাইন ডেস্ক
প্রকাশিত: ০৭:৫৯ অপরাহ্ন, ১০ জুন ২০২২
পাবনায় এক নারীকে মারধরের ঘটনায় থানায় অভিযোগ দেওয়ার পরেও তা মামলা হিসেবে গ্রহণ না নিয়ে জিডি হিসেবে অর্ন্তভুক্ত করার অভিযোগ পাওয়া গেছে। রহস্যজনক কারণে থানায় মামলা নেওয়া সম্ভব না জানিয়ে পুলিশ ভুক্তভোগি নারীকে আদালতে নারী নির্যাতন আইনে মামলা করার পরামর্শ দিয়েছে।
সংশ্লিষ্ট এজাহার সূত্রে জানা গেছে, পাবনা শহরের লস্করপুর বাইপাস রোডের হামিদা ক্লিনিকের পাশের আলতাফ হোসেনের মেয়ে অন্তরা আক্তার অঞ্জনার (২৮) এর সঙ্গে গত শনিবার (৪ জুন) একই এলাকার শফিউর রহমানের ছেলে রফিক (৩৫) এবং তার স্ত্রী শিলা খাতুনের (৩২) মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটাকাটি হয়। এ ঘটনার পর পরই রফিক ও শিলা লাঠিসোঠা ও ধারালো অস্ত্র নিয়ে অন্তরা আক্তার অঞ্জনার বাড়ীতে হামলা করে ব্যাপক ভাংচুর ও তাকে বেদম মারপিট করে। এক পর্যায়ে বিবস্ত্র করে ফেলে। এ ঘটনায় সে গুরুতর আহত হয়। পরে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসা শেষে তিনি এখন নিজ বাড়ীতে অবস্থান করছেন। গত ৫ জুন পাবনা থানায় এজাহার দেওয়া হলেও কয়েকদিন ঘুরিয়ে সেটিকে জিডি আকারে গ্রহণ করা হয়।
ভুক্তভোগি আলতাফ হোসেনের মেয়ে অন্তরা আক্তার অঞ্জনা (২৮) সাংবাদিকদের বলেন, গত ৫ জুন থানায় অভিযোগ দেওয়া হলেও পুলিশ মামলা না নিয়ে একটি জিডি টাইপ করে আমার স্বাক্ষর নেয় (জিডি নং ৫৬৪ তারিখ ০৮-০৬-২০২২) এবং একটি নম্বরসহ আমাকে দেয় এবং সেটি নিয়ে আদালতে নারী নির্যাতন আইনে মামলা করার পরামর্শ দেয়।
এ ব্যাপারে পাবনা সদর থানার ডিউটি অফিসার লাইলি খাতুন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বাদীর ইচ্ছা অনুযায়ী এ ঘটনায় পাবনা সদর থানায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে।
নিষেধাজ্ঞার পর রাশিয়ার জ্বালানি থেকে আয় বেড়েছে, যুক্তরাষ্ট্রের স্বীকারোক্তি শার্শায় গলায় ওড়না পেঁচিয়ে যুবকের আত্মহত্যা জাতিসংঘ নিরাপত্তা পরিষদ থেকে বাদ পড়ল ভারত ভুয়া ব্রান্ডের নামে চাল বিক্রির দায়ে ঈশ্বরদীর দুটি চালকল মালিককে ৮০ হাজার টাকা জরিমানা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নওগাঁয় বন্ধুর ঘরের মেঝেতে পুঁতে রাখা অবস্থায় যুবকের লাশ উদ্ধার: আটক ৩ পাবনায় প্রান্তিক জনগোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়নে সমাজ সেবা অধিদপ্তরের ভুমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ঈশ্বরদীতে প্রতারকচক্রের দুই সদস্যকে আটক: প্রত্যেকের ৩ মাসের কারাদন্ড পাবনায় জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত দেশে ডিজিটাল ব্যাংক স্থাপনের চিন্তা পাবনায় ৪৮৫ পিস ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার