উল্লাপাড়ায় ব্যবসায়ীর উপর অর্তকিত হামলার ঘটনায় বিচার ও শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
- প্রকাশিত সময় ০৯:৫৯:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুন ২০২২
- / 148
উল্লাপাড়া প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৪৯ অপরাহ্ন, ১০ জুন ২০২২
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ব্যবসায়ী বাশার সরকার (ভাসা)’র উপর নির্মম হামলা ও গুরুতর আহতের ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গুরুতর আহত বাশার মুমূর্ষু অবস্থায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
শুক্রবার সকাল ১১ টায় উপজেলার হোড়পাড়া গ্রামীন রাস্তায় বাশারের উপর সন্ত্রাসী হামলায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির দাবি মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে এলাকাবাসী। এতে আহত বাশারের ছবির লিফলেট ও পোস্টার নিয়ে দুই শতাধিক নারী-পুরুষ সমাবেশে যোগ দেন।
আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- কয়ড়া হোড়পাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা গাজী মোঃ শামসুল আলম, গাজী মোঃ জয়নাল আবেদীন, আলহাজ্ব হাবিবুর রহমান খন্দকার, এমদাদ আলী সরকার, শাহ আলম খন্দকার, ইয়াছিন আলী, শিক্ষক আব্দুল আলীম, আহত সহোদরের ভাই বাচ্চু সরকার ও মা আজিরন খাতুনসহ শিশু কন্যা ও স্ত্রী সুফিয়া প্রমুখ।
মানববন্ধনে বক্তারা ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের অতি দ্রæত আইনের আওতায় এনে শাস্তির জোর দাবি জানান।
উল্লাপাড়া উপজেলার কয়ড়া হোড়পাড়া গ্রামে গত শুক্রবার ৩ জুন অবৈধ ভাবে বাড়ীর জমি দখল করাকে কেন্দ্র করে বাচ্চু সরকার গংদের উপর হামলা চালায় একই গ্রামের শাহ আলম খাঁর সন্ত্রাসী বাহিনী। এ ঘটনায় নারী পুরুষ সহ উভয় পক্ষের ১৫ জন আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত বাশার সরকার ভাসাকে মুমূর্ষু অবস্থায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ভাসা বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
ভাঙ্গুড়ায় অপহরণের তিন দিনেও উদ্ধার হয়নি মাদ্রাসা ছাত্রী ভারতে বিজেপির মুখাপত্র কর্তৃক রাসুল (সাঃ) সম্পর্কে কুরূচীপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পাবনায় বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত অন্তরাকে মারধরের ঘটনায় থানা মামলা না নিয়ে জিডি হিসাবে অন্তর্ভুক্ত করার অভিযোগ নিষেধাজ্ঞার পর রাশিয়ার জ্বালানি থেকে আয় বেড়েছে, যুক্তরাষ্ট্রের স্বীকারোক্তি শার্শায় গলায় ওড়না পেঁচিয়ে যুবকের আত্মহত্যা জাতিসংঘ নিরাপত্তা পরিষদ থেকে বাদ পড়ল ভারত ভুয়া ব্রান্ডের নামে চাল বিক্রির দায়ে ঈশ্বরদীর দুটি চালকল মালিককে ৮০ হাজার টাকা জরিমানা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নওগাঁয় বন্ধুর ঘরের মেঝেতে পুঁতে রাখা অবস্থায় যুবকের লাশ উদ্ধার: আটক ৩ পাবনায় প্রান্তিক জনগোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়নে সমাজ সেবা অধিদপ্তরের ভুমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ঈশ্বরদীতে প্রতারকচক্রের দুই সদস্যকে আটক: প্রত্যেকের ৩ মাসের কারাদন্ড