ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞপ্তি :
সারাদেশের জেলা উপোজেলা পর্যায়ে দৈনিক স্বতঃকণ্ঠে সংবাদকর্মী নিয়োগ চলছে । আগ্রহী প্রার্থীগন জীবন বৃত্তান্ত ইমেইল করুন shatakantha.info@gmail.com // দৈনিক স্বতঃকণ্ঠ অনলাইন ও প্রিন্ট পত্রিকায় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৭১১-৩৩৩৮১১, ০১৭৪৪-১২৪৮১৪

পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষের কিরুদ্ধে ছাত্রদের নানা অভিযোগ, বিক্ষোভ

বার্তাকক্ষ
  • প্রকাশিত সময় ০৪:২৮:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুন ২০২২
  • / 79

সোমবার আয়োজিত এডওয়ার্ড কলেজ চত্বরে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল।


পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ১০:৪৫ অপরাহ্ন, ১৩ জুন ২০২২

পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ হুমায়ুন কবির মজুমদারের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ তুলে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন শতাধিক শিক্ষার্থী। সোমবার দুপুরে কলেজের অধ্যক্ষের কার্যালয়ের সামনে মানববন্ধন করা হয়। এরপর মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন তাঁরা। কর্মসূচি থেকে অবিলম্বে অধ্যক্ষের অপসারণ দাবি করা হয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা অভিযোগ করেন, অধ্যক্ষ হুমায়ুন কবির মজুমদার দীর্ঘদিন ধরে কলেজে স্বেচ্ছাচারিতা চালিয়ে আসছেন। তিনি নামে-বেনামে বিভিন্ন বিল-ভাউচার দিয়ে কলেজের অর্থ আত্মসাৎ করেছেন। বিষয়টি নিয়ে দুর্নীতি দমন কমিশনে মামলা হয়েছে। এরপরও তিনি কলেজে অধ্যক্ষের দায়িত্ব পালন করে যাচ্ছেন। সম্প্রতি তিনি অনিয়মিত শিক্ষার্থীদের কাছ থেকে সেশন চার্জ বাবদ ২ হাজার ৪০০ টাকা অতিরিক্ত আদায় করেছেন, যা জেলা শহরের কোনো সরকারি কলেজে নেওয়া হয়নি। এ ছাড়া অধ্যক্ষের উদাসীনতায় কলেজটিতে শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলার পরিবেশ নষ্ট হচ্ছে। তিনি কলেজের একমাত্র ক্যানটিন, সাংস্কৃতিক কেন্দ্র ও ব্যায়ামাগার বন্ধ করে দিয়েছেন। দীর্ঘদিন শিক্ষার্থীদের জন্য কোনো খেলাধুলার আয়োজন করছেন না। নতুন দুটি হল তৈরি করা হলেও, তা চালু করেননি।

শিক্ষার্থীদের দাবি, অধ্যক্ষের অবহেলায় পুরো ক্যাম্পাস এখন জঙ্গলে পরিণত হয়েছে। তিনি শিক্ষার্থীদের বিভিন্নভাবে হয়রানি করছেন। মাদকসেবী ও সন্ত্রাসী উচ্ছেদের নামে বিকেল হলেই ক্যাম্পাস থেকে শিক্ষার্থীদের বের করে প্রধান ফটক তালাবদ্ধ করে দিচ্ছেন। এতে শিক্ষার্থীরা কলেজের মাঠে খেলতে পারছেন না। বিকেলে কেউ ক্যাম্পাসে বসতে পারছেন না।

অভিযোগের বিষয়ে অধ্যক্ষ হুমায়ুন কবির মজুমদার বলেন, ‘আমি কোনো অন্যায়, দুর্নীতি করিনি। কিছু মানুষ অনৈতিক সুবিধা না পেয়ে দুদকে অভিযোগ দিয়েছেন। আমরা সেটির জবাব দিয়েছি। অতিরিক্ত অর্থ আদায়ের যে অভিযোগ করা হয়েছে, তা সঠিক নয়। কোনো শিক্ষার্থীর কাছ থেকে অতিরিক্ত অর্থ নেওয়া হয়নি। ক্যাম্পাস সন্ত্রাস ও মাদকমুক্ত করতে আমরা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়েছি। ক্যাম্পাসের ভেতরের কিছু ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদ করা হয়েছে। এতে কিছু লোক ক্ষিপ্ত হয়েই বিক্ষোভ মিছিল করেছে।’

 


 আরও পড়ুনঃ

 আরও পড়ুনঃ

পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষের কিরুদ্ধে ছাত্রদের নানা অভিযোগ, বিক্ষোভ

প্রকাশিত সময় ০৪:২৮:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুন ২০২২

সোমবার আয়োজিত এডওয়ার্ড কলেজ চত্বরে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল।


পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ১০:৪৫ অপরাহ্ন, ১৩ জুন ২০২২

পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ হুমায়ুন কবির মজুমদারের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ তুলে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন শতাধিক শিক্ষার্থী। সোমবার দুপুরে কলেজের অধ্যক্ষের কার্যালয়ের সামনে মানববন্ধন করা হয়। এরপর মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন তাঁরা। কর্মসূচি থেকে অবিলম্বে অধ্যক্ষের অপসারণ দাবি করা হয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা অভিযোগ করেন, অধ্যক্ষ হুমায়ুন কবির মজুমদার দীর্ঘদিন ধরে কলেজে স্বেচ্ছাচারিতা চালিয়ে আসছেন। তিনি নামে-বেনামে বিভিন্ন বিল-ভাউচার দিয়ে কলেজের অর্থ আত্মসাৎ করেছেন। বিষয়টি নিয়ে দুর্নীতি দমন কমিশনে মামলা হয়েছে। এরপরও তিনি কলেজে অধ্যক্ষের দায়িত্ব পালন করে যাচ্ছেন। সম্প্রতি তিনি অনিয়মিত শিক্ষার্থীদের কাছ থেকে সেশন চার্জ বাবদ ২ হাজার ৪০০ টাকা অতিরিক্ত আদায় করেছেন, যা জেলা শহরের কোনো সরকারি কলেজে নেওয়া হয়নি। এ ছাড়া অধ্যক্ষের উদাসীনতায় কলেজটিতে শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলার পরিবেশ নষ্ট হচ্ছে। তিনি কলেজের একমাত্র ক্যানটিন, সাংস্কৃতিক কেন্দ্র ও ব্যায়ামাগার বন্ধ করে দিয়েছেন। দীর্ঘদিন শিক্ষার্থীদের জন্য কোনো খেলাধুলার আয়োজন করছেন না। নতুন দুটি হল তৈরি করা হলেও, তা চালু করেননি।

শিক্ষার্থীদের দাবি, অধ্যক্ষের অবহেলায় পুরো ক্যাম্পাস এখন জঙ্গলে পরিণত হয়েছে। তিনি শিক্ষার্থীদের বিভিন্নভাবে হয়রানি করছেন। মাদকসেবী ও সন্ত্রাসী উচ্ছেদের নামে বিকেল হলেই ক্যাম্পাস থেকে শিক্ষার্থীদের বের করে প্রধান ফটক তালাবদ্ধ করে দিচ্ছেন। এতে শিক্ষার্থীরা কলেজের মাঠে খেলতে পারছেন না। বিকেলে কেউ ক্যাম্পাসে বসতে পারছেন না।

অভিযোগের বিষয়ে অধ্যক্ষ হুমায়ুন কবির মজুমদার বলেন, ‘আমি কোনো অন্যায়, দুর্নীতি করিনি। কিছু মানুষ অনৈতিক সুবিধা না পেয়ে দুদকে অভিযোগ দিয়েছেন। আমরা সেটির জবাব দিয়েছি। অতিরিক্ত অর্থ আদায়ের যে অভিযোগ করা হয়েছে, তা সঠিক নয়। কোনো শিক্ষার্থীর কাছ থেকে অতিরিক্ত অর্থ নেওয়া হয়নি। ক্যাম্পাস সন্ত্রাস ও মাদকমুক্ত করতে আমরা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়েছি। ক্যাম্পাসের ভেতরের কিছু ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদ করা হয়েছে। এতে কিছু লোক ক্ষিপ্ত হয়েই বিক্ষোভ মিছিল করেছে।’

 


 আরও পড়ুনঃ

 আরও পড়ুনঃ