রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত এক রুশ নাগরিকের অস্বাভাবিক মৃত্যু
- প্রকাশিত সময় ০৬:৪৭:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুন ২০২২
- / 87
ঈশ্বরদী সংবাদদাতা
প্রকাশিত: ১১:৫৭ অপরাহ্ন, ১৩ জুন ২০২২
ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে (আরএনপিপি) কর্মরত এক রুশ নাগরিকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। রোববার দিবাগত রাতে গ্রিনসিটির লিফটের সামনে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মৃত রাশিয়ান নাগরিকের নাম ইভানভ এ্যান্টন (৩৩)। তিনি প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান রোশেম কোম্পানিতে ইন্সট্রলার হিসেবে কর্মরত ছিলেন।
ইভানভ প্রকল্পের গ্রিনসিটির ২ নম্বর ভবনের ১২ তলার ১২৬ নং ফ্লাটে থাকতেন। প্রকল্পের সাইট ডিরেক্টর প্রকৌশলী আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার স্থানীয় ও চিকিৎসকের বরাত দিয়ে স্বতঃকণ্ঠকে জানান, রাতে ইভানভ গ্রিনসিটির পাশের একটি রেস্তোরাঁ থেকে খাবার কিনে রুমে ফেরার সময় লিফট থেকে নেমে পড়ে যান। এ সময় তিনি কয়েকবার বমিও করেন। খবর পেয়ে ডাক্তার এসে তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। রোশেমের ডাক্তার মৃত্যুর ঘটনাকে ‘সার্টেইন হার্ট অ্যাটাক’ বলেছেন।
আকাশ ছোঁয়া অগ্নিশিখা-সমুদ্রভরা অশ্রুজল পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষের কিরুদ্ধে ছাত্রদের নানা অভিযোগ, বিক্ষোভ পাবনায় ‘অনন্য কথা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ’র সাহিত্য আড্ডা ও আলোচনা সভা অনুষ্ঠিত মৌসুমি ফলের স্বাদ নিল এতিম শিশুরা বনপাড়া পৌরসভায় সাড়ে ৪৩ কোটি টাকার বাজেট ঘোষণা অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৩ লাখ টাকা খোয়ালেন ব্যবসায়ী রাজু আহমেদ ধর্ষণ সংক্রান্ত বিচারের দায়িত্ব আদালতের না স্থানীয় প্রভাবশালীদের? পাবনার ফরিদপুরে আনসার-ভিডিপি উপজেলা সমাবেশ অনুষ্ঠিত সখীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত শাহজাদপুরে ৭শ পিচ ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার