সিরাজগঞ্জের শাহজাদপুরের আজ সোনাতনি ইউনিয়নে ভোট
- প্রকাশিত সময় ১১:০৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুন ২০২২
- / 39
সিরাজগঞ্জ (শাহজাদপুর) প্রতিনিধি
প্রকাশিত: ০৯:২৫ সন্ধা, ১৪ জুন ২০২২
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার যমুনা চরের ১১নং সোনাতনী ইউনিয়নে আজ বুধবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই নির্বাচন অনুষ্ঠানের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
কেন্দ্রে কেন্দ্রে পৌছে গেছে নির্বাচনী সরঞ্জাম। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য বিজিবি, পুলিশ, আনসার সদস্যরা নির্বাচনী কেন্দ্রে অবস্থান করছেন। যে কোন অপ্রীীতকর পরিস্থিতিএড়াতে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।
এ ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বদ্বিতা করলেও শেষ মুুহুর্তে নৌকার প্রার্থী ও স্বতন্ত্র আনারস প্রতীকের প্রার্থী রুবেল রানার মধ্যেই প্রতিদ্বদ্বিতা হবে।
মেম্বর পদে ৯টি ওয়ার্ডে ৩৫জন এবং মহিলা মেম্বর পদে ১১জন প্রার্থী প্রতিদ্বদ্বিতা করছেন। এ বছর ১৩টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। প্রায় ১৯ হাজার ভোটারের এ ইউনিয়নে এই প্রথমবারের মত ভোটারগণ ইভিএম পদ্ধতিতে ভোট প্রদান করবেন। ।
যমুনা চরের হাট-বাজার ও পাড়া মহল্লায় বিরাজ করছে উৎসবের আমেজ। চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকে বর্তমান চেয়ারম্যান লুৎফর রহমান প্রতিদ্বদ্বিতা করছেন।
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চরাঞ্চলের ভোটারগণ বিপুল ভোটে তাকেই বিজয়ী করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন লুৎফর রহমান।
অপরদিকে একাধিক স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্ব›িদ্বতা করলেও সাবেক চেয়ারম্যান ফজলুল হক ফজলুর পুত্র আনারস প্রতীকে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রুবেল রানার সাথেই মূল প্রতিদ্বদ্বিতা হবে লুৎফর রহমানের।
ফলে ১৫জুন শুরুহবে জমজমাট ভোটযুদ্ধ। তবে সুষ্ঠ ভোট হলে ভোটারগণ নির্বিঘে ভোটদিতে পারলে বিপুল ভোটে বিজয়ী হওয়ার কথা জানিয়েছেন নেীকার প্রাথি ল্যুফর রহমান ।
আকাশ ছোঁয়া অগ্নিশিখা-সমুদ্রভরা অশ্রুজল