ঈশ্বরদীতে কথিত ছিনতাইয়ের নাটক সাজিয়ে ৩ লাখ টাকা আত্মসাতের চেষ্টা, যুবক গ্রেফতার
- প্রকাশিত সময় ০৩:২৮:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুন ২০২২
- / 108
ঈশ্বরদী প্রতিনিধি
প্রকাশিত: ১০:৫৫ অপরাহ্ন, ১৪ জুন ২০২২
ঈশ্বরদীতে দিনে-দুপুরে টাকা ছিনতাইয়ের নাটক সাজিয়ে ৩ লাখ টাকা আত্মসাতের চেষ্টা করার রাজু আহমেদ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ঈশ্বরদী থানা পুলিশ। গ্রেপ্তারকৃত ওই যুবক ঈশ্বরদী বাজারের আমব্রেলা শোরুমের ম্যানেজার ও শহরের শেরশাহ রোড কাঠালতলায় জনৈক মিন্টুর বাসায় ভাড়া থাকতো। তার আসল ঠিকানা-পুরো নাম মোসাদ্দেকুর রহমান রাজু, পিতা-পারভেজ আলী, বাসা- এফ/২২, ব্লক- ই, জাকির হোসেন রোড, মোহাম্মদপুর, ঢাকা।
গত ১৩ জুন মলম পার্টির খপ্পরে পড়ে তার কাছে থাকা ৩ লাখ টাকা ছিনতাই হয়ে গেছে এমন নাটক সাজিয়ে ওই যুবক ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।
বিষয়টি নিয়ে পুরো ঈশ্বরদী শহরের চাঞ্চল্যের সৃষ্টি হয়। তাৎক্ষণিক ঈশ্বরদী থানার ওসি অরবিন্দ সরকার পুলিশের একটি টিম হাসপাতালে ছুটে যান। এরপর ওই যুবকের দেওয়া তথ্যে সন্দেহজনক মনে হওয়ায় ঘটনার তদন্তে নামে ঈশ্বরদী থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, আটককৃত ওই যুবক যে বাসায় ভাড়া থাকতেন সেখানে আদুরী নামে একজন কাজের মহিলা ছিল। কাজের মহিলা বিভিন্ন বাসায় কাজ করে যে টাকা আয় করতেন তার একটি অংশ রাজুকে দিয়ে ব্যাংকে রাখতেন। গত মাসের ১৯ তারিখে রাজু ন্যাশনাল ব্যাংক থেকে আদুরীর সস্মতিতে ২ লাখ ৮০ হাজার টাকা উত্তোলন করে। পরে আদুরী আরো ২০ হাজার টাকা রাজুকে দেয় এবং বলে ৩ লাখ টাকা আদুরীর নামে ন্যাশনাল ব্যাংকে এফডিআর করতে। অথচ ব্যাংকে টাকা জমা না করে রাজু আদুরীকে জানায় টাকাগুলো এফডিআর করা হয়েছে।
এরপর গত সপ্তাহে আদুরী বেগম রাজুকে তার এফডিআর এর ৩ লাখ টাকা তুলে দিতে বলে একটি চেক দেয়।
বেলা আনুমানিক সাড়ে ১১টার দিকে ব্যাংক থেকে ৩ লাখ টাকা তুলে সাদা ব্যাগে নিয়ে শেরশাহ রোডর আদুরীর বাসায় হেটে যাওয়ার পথে পেছন থেকে কেউ একজন মাথার পেছনে মলম জাতীয় কিছু দিয়ে অচেতন করে তার নিকট থেকে ৩ লাখ টাকা নিয়ে যায় বলে প্রচার করে এবং ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়।
এ সংবাদের ভিত্তিতে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ তাকে জিজ্ঞাসাবাদ করেন। তার আচরণ ও কথা সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ ন্যাশনাল ব্যাংকে খোঁজ নিয়ে দেখে রাজু (১৩জুন) সোমবার ৩ লক্ষ টাকা উত্তোলন করেন নি। এমনকি আদুরীর নামে যে ৩ লাখ টাকা এফডিআর করার কথা ছিল সেটাও করেন নি। সে আদুরীর নামে সোনালী ব্যাংকে ২ লক্ষ টাকার এফডিআর করার জন্য টাকা নিয়ে ১ লাখ টাকার এফডিআর করেছেন। এভাবে সে আদুরী বেগমের ৪ লাখ ৬৫ হাজার টাকা আত্মসাৎ করে পরিকল্পিতভাবে ছিনতাইয়ের ঘটনা বলে প্রচার করার চেষ্টা করছিলেন।
ঘটানার প্রেক্ষিতে টাকার মালিক আদুরী বেগম বাদী হয়ে থানায় এজাহার দিলে রাজুর বিরুদ্ধে ঈশ্বরদী থানার পেনাল কোডের ৪০৬/৪২০ ধারায় মামলা রুজু করা হয় এবং তাকে গ্রেফতার করে পুলিশ। রাজুর দেওয়া তথ্যমতে ৩ লাখ টাকা উদ্ধার করা হয়েছে এবং বাকি ১ লাখ ৬৫ হাজার টাকা উদ্ধারের চেষ্টা চলছে।
ধৃত আসামি রাজুকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে থানা পুলিশ।
ঈশ্বরদীর দুই চালকলে ভোক্তা অধিকারের অভিযান : অন্য ব্র্যান্ডের ভুয়া নামে চাল বাজারজাতের অপরাধে জরিমানা সাংবাদিকেরা অন্যায় করলে সর্বোচ্চ ১০ লাখ টাকা জরিমানার আইন হচ্ছে আকাশ ছোঁয়া অগ্নিশিখা-সমুদ্রভরা অশ্রুজল পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষের কিরুদ্ধে ছাত্রদের নানা অভিযোগ, বিক্ষোভ পাবনায় ‘অনন্য কথা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ’র সাহিত্য আড্ডা ও আলোচনা সভা অনুষ্ঠিত মৌসুমি ফলের স্বাদ নিল এতিম শিশুরা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত এক রুশ নাগরিকের অস্বাভাবিক মৃত্যু বনপাড়া পৌরসভায় সাড়ে ৪৩ কোটি টাকার বাজেট ঘোষণা অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৩ লাখ টাকা খোয়ালেন ব্যবসায়ী রাজু আহমেদ ধর্ষণ সংক্রান্ত বিচারের দায়িত্ব আদালতের না স্থানীয় প্রভাবশালীদের?