সোনাইমুড়ীতে তরুণীকে গলা কেটে হত্যা করে ফেলে রাখে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা
- প্রকাশিত সময় ০৫:৩৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জুন ২০২২
- / 75
স্টাফ রিপোর্টোর
প্রকাশিত: ০৫:২৩ অপরাহ্ন, ১৫ জুন ২০২২
এ কেমন বর্বরতা। ইট পাথরের দুনিয়ায়, মানুষ আজ মূল্যহীন। দিন দিন মানবতা চলে যাচ্ছে মানবতার সর্বনিম্নে।
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা থেকে পুলিশ এক ডিভোর্সি তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে। তাৎক্ষণিক পুলিশ ও নিহতের পরিবার এ হত্যাকান্ডের কোন কারণ নিশ্চিত করতে পারে নি।
নিহত তরুণীর নাম জান্নাতুল ফেরদৌস পাখি (৩০) নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের পিতাম্বপুর গ্রামের মহিন উদ্দিনের মেয়ে।
বুধবার (১৫ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার দেওটি ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের পিতাম্বুর গ্রামের মিনা হাজী বাড়ি সংলগ্ন একটি সবজি খেত থেকে পুলিশ এ মরদেহ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করেন সোনাইমুড়ী থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) কাজী মো.সুলতান আহছান উদ্দিন।
ওসি তদন্ত নিহতের ভাই কাউছারের বরাত দিয়ে জানান, নিহত পাখি ডিভোর্সি তরুণী ছিল। সে বাবার বাড়িতে থাকত। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে পাখি বোনের বাড়ি যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর বুধবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার পিতাম্বপুর গ্রামের মিনা হাজী বাড়ির উত্তর পূর্ব পাশের একটি সবজি বাগান থেকে স্থানীয় মেয়েরা সবজি নিতে এসে দেখে ওই তরুণীর গলাকাটা লাশ পড়ে আছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং লাশের সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে।
ওসি তদন্ত আরো জানায়, এ হত্যাকান্ডের ঘটনায় এখন পর্যন্ত নিহতের পরিবার বিশেষ কোন ক্লু দিতে পারে নি। তবে ডিভোর্সি তরুণী হওয়ায় কারো সাথে যোগাযোগ থাকতে পারে বলে ধারণা করছে পরিবার। পুলিশ মরদেহ উদ্ধার করে বিকেলের দিকে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করবে। এ ক্লুলেস হত্যাকান্ডের রহস্য উদ্ঘাটনে চেষ্টা চালাচ্ছে পুলিশ। পরবর্তীতে লিখিত অভিযোগের আলোকে আইনগত প্রদক্ষেপ গ্রহণ করা হবে।
আটঘরিয়ায় মাকে হত্যা করেমুখে বিষ ঢেলে আত্নহত্যা বলে চালানোর অভিযোগ ছেলের বিরুদ্ধে সখীপুরে রোপনকৃত ১২শ আকাশমণি গাছের চারা উপড়ে ফেলেছে প্রতিপক্ষ ঈশ্বরদীতে কথিত ছিনতাইয়ের নাটক সাজিয়ে ৩ লাখ টাকা আত্মসাতের চেষ্টা, যুবক গ্রেফতার ঈশ্বরদীর দুই চালকলে ভোক্তা অধিকারের অভিযান : অন্য ব্র্যান্ডের ভুয়া নামে চাল বাজারজাতের অপরাধে জরিমানা সাংবাদিকেরা অন্যায় করলে সর্বোচ্চ ১০ লাখ টাকা জরিমানার আইন হচ্ছে আকাশ ছোঁয়া অগ্নিশিখা-সমুদ্রভরা অশ্রুজল পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষের কিরুদ্ধে ছাত্রদের নানা অভিযোগ, বিক্ষোভ পাবনায় ‘অনন্য কথা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ’র সাহিত্য আড্ডা ও আলোচনা সভা অনুষ্ঠিত মৌসুমি ফলের স্বাদ নিল এতিম শিশুরা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত এক রুশ নাগরিকের অস্বাভাবিক মৃত্যু