টাঙ্গাইলের কালিহাতী আ. লীগের সম্মেলন: সভাপতি মোজাহারুল ও সম্পাদক আনোয়ার
- প্রকাশিত সময় ০৭:১৭:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২
- / 93
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ০৭:০৩ পূর্বাহ্ন, ১৬ জুন ২০২২
টাঙ্গাইলের কালিহাতী উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়েছে। মোজাহারুল ইসলাম তালুকদারকে সভাপতি ও আনোয়ার হোসেন মোল্লাকে সাধারণ সম্পাদক করে এ কমিটি গঠন করা হয়।
আজ ১৫ জুন (বুধবার) কালিহাতী সরকারি আর এস পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সম্মেলনে এ কমিটি ঘোষণা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের।
মোজাহারুল ইসলাম তালুকদার উপজেলা আওয়ামী লীগের সদ্য বিদায়ী কমিটির সভাপতি এবং আনোয়ার হোসেন মোল্লা ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক।
মোজাহারুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য কৃষিমন্ত্রী মোঃ আব্দুর রাজ্জাক।
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সংসদ সদস্য মির্জা আজম, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক শামসুন নাহার চাঁপা, কেন্দ্রীয় কমিটির সদস্য রিয়াজুল কবীর কাওছার।
সম্মেলনের উদ্বোধন করেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান, প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম।
সম্মেলনে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী, টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ওরফে ছোট মনির, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সদস্য আবু নাসের প্রমুখ।
সিলেটের গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে নৌকা বিজয়ী সিলেটের বিয়ানীবাজার পৌরসভায় মেয়র পদে নির্বাচিত হলেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ফারুকুল হক কুষ্টিয়ার কুমারখালীতে ফুসলিয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ সিরাজগঞ্জের তাড়াশে আদমশুমারী ও গৃহগণনার কাজ উদ্বোধন
সোনাইমুড়ীতে তরুণীকে গলা কেটে হত্যা করে ফেলে রাখে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা আটঘরিয়ায় মাকে হত্যা করেমুখে বিষ ঢেলে আত্নহত্যা বলে চালানোর অভিযোগ ছেলের বিরুদ্ধে সখীপুরে রোপনকৃত ১২শ আকাশমণি গাছের চারা উপড়ে ফেলেছে প্রতিপক্ষ ঈশ্বরদীতে কথিত ছিনতাইয়ের নাটক সাজিয়ে ৩ লাখ টাকা আত্মসাতের চেষ্টা, যুবক গ্রেফতার ঈশ্বরদীর দুই চালকলে ভোক্তা অধিকারের অভিযান : অন্য ব্র্যান্ডের ভুয়া নামে চাল বাজারজাতের অপরাধে জরিমানা সাংবাদিকেরা অন্যায় করলে সর্বোচ্চ ১০ লাখ টাকা জরিমানার আইন হচ্ছে