ইছামতি পাড়ের বাসিন্দারা কেমন আছেন
- প্রকাশিত সময় ০৭:৪৭:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২
- / 112
বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: ০৭:২৩ পূর্বাহ্ন, ১৬ জুন ২০২২
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড পাবনার নদী উদ্ধার প্রকল্পের অংশ হিসেবে পাবনার ইছামতি নদীর দুই পাড়ের বাসিন্দাদের উচ্ছেদ করেছে পাবনা জেলা প্রশাসন।
নদী পাড়ের বাসিন্দারা সরকার ও আদালতে শরণাপন্ন হয়েও কোন প্রতিকার পাননি। শেষ পর্যন্ত তাদের উচ্ছেদ করেছে পাবনা জেলা প্রশাসন।
বাসস্থান হারিয়ে নদী পাড়ের বাসিন্দারা এখন শোকে মুহ্যমান। বাসস্থান হারিয়ে দিশেহারা সকলেই। অনেকেই হারিয়ে ফেলেছেন কর্মসংস্থান।
অনেক পরিবারের আয়ের উৎস ছিল শুধু বাড়ি ভাড়া। তারা এখন আয়হীন হয়ে পড়েছেন। সারাজীবনের উপার্জন দিয়ে বাড়ি করে এখন নিঃস্ব।
শোকে অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। আবার অনেকে মারাও গেছেন।
বাড়ি থেকে উচ্ছেদের প্রভাব আবাল বৃদ্ধ বণিতা সকলের উপরই পড়েছে। এই গভীর চাপের ফলে বয়স্করা অসুস্থ হচ্ছেন। কিন্তু শিশু, কিশোর ও যুবকদের মনস্তত্ত্বে কী ধরনের প্রভাব পড়ছে তা অবশ্যই গভীর উদ্বেগের বিষয়। যেখানে একজন অবসরপ্রাপ্ত কলেজের অধ্যাপক বলতে পারেন এদেশ আমাদের চায় না। বাড়ি থেকে যখন কোন ব্যবস্থা না করেই উচ্ছেদ করছে সরকার, তখন আমরা কি আর প্রত্যাশা করতে পারি। দেশ ছেড়ে চলে যাওয়া সম্ভব হলে তাই যেতাম। কিন্তু আমাদের তো আর অঢেল টাকা নাই যে যা ইচ্ছা তাই করবো।
দরিদ্র পরিবার গুলো নিজের বাড়িতে থাকায় বাড়ি ভাড়ার চিন্তা করতে হতো না। এখন স্বল্প আয়ে তাদের জীবনে নাভিশ্বাস অবস্থা।
নদী পাড়ের বাসিন্দাদের সকলেরই একই কথা – আমরা নগদ টাকা দিয়ে সরকারি কোষাগারে রাজস্ব জমা দিয়ে জমি কিনেছি, পৌরসভা থেকে নকশার অনুমোদন নিয়ে বাড়ি করেছি, এতদিন যাবত নিয়মিত খাজনা ও পৌর কর পরিশোধ করেছি। এখন আমাদের কোন প্রকারের ক্ষতিপুরণ না দিয়ে উচ্ছেদ করাটা কতটুকু যৌক্তিক আর কতটুকুই বা মানবিক!
আমরা মানববন্ধন করেছি, জেলা প্রশাসক ও প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করেছি। কিন্তু আমাদের শোচনীয় অবস্থা দেখা, শোনা, বা হৃদয়জ্ঞম করছে না কেউই। আমরা এখন কোথায় যাব, কি করব? বাসস্থান জনগণের মৌলিক অধিকার গুলোর মধ্যে অন্যতম। অথচ আমরা বাস্তুহারা হয়ে যাচ্ছি। আমরা কি এদেশের জনগণ নই? আমাদের মধ্যে অনেকেই বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যও আছেন; যাদের পূর্ব-পুরুষ এদেশের জন্য যুদ্ধ করেছে, জীবন দিয়েছে – তাদেরই উত্তরসূরীদের আজ ভিটেছাড়া হতে হচ্ছে!
সিলেটের গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে নৌকা বিজয়ী টাঙ্গাইলের কালিহাতী আ. লীগের সম্মেলন: সভাপতি মোজাহারুল ও সম্পাদক আনোয়ার সিলেটের বিয়ানীবাজার পৌরসভায় মেয়র পদে নির্বাচিত হলেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ফারুকুল হক কুষ্টিয়ার কুমারখালীতে ফুসলিয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ সিরাজগঞ্জের তাড়াশে আদমশুমারী ও গৃহগণনার কাজ উদ্বোধন
সোনাইমুড়ীতে তরুণীকে গলা কেটে হত্যা করে ফেলে রাখে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা আটঘরিয়ায় মাকে হত্যা করে মুখে বিষ ঢেলে আত্নহত্যা বলে চালানোর অভিযোগ ছেলের বিরুদ্ধে সখীপুরে রোপনকৃত ১২শ আকাশমণি গাছের চারা উপড়ে ফেলেছে প্রতিপক্ষ ঈশ্বরদীতে কথিত ছিনতাইয়ের নাটক সাজিয়ে ৩ লাখ টাকা আত্মসাতের চেষ্টা, যুবক গ্রেফতার সাংবাদিকেরা অন্যায় করলে সর্বোচ্চ ১০ লাখ টাকা জরিমানার আইন হচ্ছে