কুমিল্লা সিটি কর্পোরেশনের নতুন নগরপিতা আরফানুল হক রিফাত
- প্রকাশিত সময় ০৯:০৫:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২
- / 60
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৩৩ পূর্বাহ্ন, ১৬ জুন ২০২২
জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে প্রথমবারের মতো কুমিল্লার নগরপিতা হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাত। ১০৫ কেন্দ্রে তিনি ৫০ হাজার ৩১০ ভোট পেয়েছেন।
নিকটতম প্রতিদ্বন্দ্বী টেবিল ঘড়ি প্রতীকের মনিরুল হক সাক্কু পেয়েছেন ৪৯ হাজার ৯৬৭ ভোট। স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ২৯ হাজার ৯৯ ভোট।
আজ বুধবার রাতে বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে রিটার্নিং কর্মকর্তা কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী নৌকা প্রতীকের প্রার্থী আরফানুল হক রিফাতকে মেয়র হিসাবে বিজয়ী ঘোষণা করেন।
সকাল ৮টায় শুরু হয় ভোটগ্রহণ, চলে বিকাল ৪টা পর্যন্ত। ভোটগ্রহণ করা হয়েছে ইভিএমে। নির্বাচনে মোট কেন্দ্র ১০৫টি। এবার তৃতীয়বারের মতো কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হলো।
এর আগে ২০১২ সালের ৫ জানুয়ারি কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। সিটির দ্বিতীয় নির্বাচন হয় ২০১৭ সালের ৩০ মার্চ।
ইছামতি পাড়ের বাসিন্দারা কেমন আছেন টাঙ্গাইলের কালিহাতী আ. লীগের সম্মেলন: সভাপতি মোজাহারুল ও সম্পাদক আনোয়ার ইছামতি পাড়ের বাসিন্দারা কেমন আছেন সিলেটের গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে নৌকা বিজয়ী সিলেটের বিয়ানীবাজার পৌরসভায় মেয়র পদে নির্বাচিত হলেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ফারুকুল হক কুষ্টিয়ার কুমারখালীতে ফুসলিয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ সিরাজগঞ্জের তাড়াশে আদমশুমারী ও গৃহগণনার কাজ উদ্বোধন
সোনাইমুড়ীতে তরুণীকে গলা কেটে হত্যা করে ফেলে রাখে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা আটঘরিয়ায় মাকে হত্যা করেমুখে বিষ ঢেলে আত্নহত্যা বলে চালানোর অভিযোগ ছেলের বিরুদ্ধে সখীপুরে রোপনকৃত ১২শ আকাশমণি গাছের চারা উপড়ে ফেলেছে প্রতিপক্ষ