ঈশ্বরদী উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের হতদরিদ্রদের মাঝে বকনা বাছুর ও মুরগীর ঘর বিতরণ
- প্রকাশিত সময় ১২:৪০:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুন ২০২২
- / 113
নিজেস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪০ রাত, ১৭ জুন ২০২২
পাবনার ঈশ্বরদীতে সুবিধাবঞ্চিত ও নদী বিধৌত চরাঞ্চলে সমম্বিত প্রানিসম্পদ উন্নয়ন প্রকল্প এর আওতায় সুফলভোগী খামারীদের মাঝে ২০টি বকনা বাছুর ও ১৭ টি মুরগির ঘর বিতরণ করেছে।
বৃহস্পতিবার ১৬ জুন ঈশ্বরদী উপজেলা প্রাণী সম্পদ দপ্তরে সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে উপজেলার প্রত্যন্ত এলাকার হতদরিদ্রের মাঝে উন্নত জাতের বকনা বাছুর ও মুরগির ঘর দেয়া হয়।
ঈশ্বরদী উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল সুত্রে জানা যায়, ঈশ্বরদী উপজেলার সাঁড়া ও লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের সুবিধাবঞ্চিত ও নদী বিধৌত চরাঞ্চলের হতদরিদ্রদের মাঝে এই বকনা বাছুর ও মুরগির ঘর দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা পি এম ইমরুল কায়েস, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ নাজমুল হোসাইন, উপজেলা কৃষি কর্মকর্তা শ্রীমতি মিতা সরকার, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষ্ণ মহল হালদার, প্রানী সম্পদ কর্মকর্তা ডাক্তার হাবীবা আক্তার সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বকনা বাছুর গুলো কোন প্রকার অসুস্থ হলে তাৎক্ষণিকভাবে অফিসে যোগাযোগ করার পরামর্শ দেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার নাজমুল হোসাইন। বিনা মূল্যে তারা এই পশু গুলোর চিকিৎসা দেবেন বলেও জানান তিনি।
ঈশ্বরদীর দাদাপুর মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠিত পূর্ব টেংরি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ ও এসএসসি ২০২২ ব্যাচের বিদায় অনুষ্ঠান কুমিল্লা সিটি কর্পোরেশনের নতুন নগরপিতা আরফানুল হক রিফাত টাঙ্গাইলের কালিহাতী আ. লীগের সম্মেলন: সভাপতি মোজাহারুল ও সম্পাদক আনোয়ার ইছামতি পাড়ের বাসিন্দারা কেমন আছেন সিলেটের গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে নৌকা বিজয়ী সিলেটের বিয়ানীবাজার পৌরসভায় মেয়র পদে নির্বাচিত হলেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ফারুকুল হক কুষ্টিয়ার কুমারখালীতে ফুসলিয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ সিরাজগঞ্জের তাড়াশে আদমশুমারী ও গৃহগণনার কাজ উদ্বোধন