টাঙ্গাইলের গারোবাজারে বৃষ্টিতেই চলছে আরসিসি সড়কে ঢালাইয়ের কাজ
- প্রকাশিত সময় ০২:১৩:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুন ২০২২
- / 88
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গারোবাজার টু ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া কেশরগঞ্জ সড়কটিতে নিম্ন মানের ইট সুরকি দিয়ে কাজ করার অভিযোগ উঠেছে। এমনকি বৃষ্টির মাঝেই হচ্ছে আরসিসি ঢালাইয়ের কাজ।
১৭জুন (শুক্রবার) দেশের প্রায় সকল জেলাতেই সকাল থেকেই বৃষ্টি। স্থানীয় গারোবাজার এলাকাতেও সকাল থেকেই ভারী বৃষ্টি। ঠিকাদার প্রতিষ্ঠানের নিম্ন মানের কাজ বৃষ্টিতে শেষ করার পর দোষ দেওয়া হবে বৃষ্টির। অথচ কয়েকদিন আগেও কাঠফাটা রোদেও বন্ধ ছিলো কাজ। এ বিষয়ে ঠিকাদার প্রতিষ্ঠানের কেউ মুখ খুলতে রাজিনা, বরং ঠিকাদার প্রতিষ্ঠানের ঠিকানা দিতেও রাজিনন কর্মরতরা।
গারোবাজার হতে কিশোরগঞ্জের এ রাস্তাটি কাঁচামাল ও মমুর্ষ্য রোগীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি রাস্তা। এ গুরুত্বপূর্ণ রাস্তাটি ঠিকাদারের গাফিলতি ও নিম্ন মানের ইট সুরকি দিয়ে কাজ করার অভিযোগ উঠলেও স্থানীয় নেতাদের ভয়ে মুখ খুলতে ভয় পাচ্ছেন ভোক্তভোগীরা।
এ সড়কটির নিম্নমানের ইট সুরকি দিয়ে কাজ করছে ছবিসহ এর পোস্ট করেছে কিছু ফেসবুক ব্যবহারকারী। স্থানীয় লোকজন বলছে এ বৃষ্টিতে নিম্নমানের সিমেন্ট দিয়ে কাজ করছে ঠিকাদার প্রতিষ্ঠানের লোকজন, আমরা বাঁধা দিতে গেলে আমাদের রড দিয়ে মারতে আসেন ঠিকাদারের লোকজন। এ বিষয়ে দেখার কেউ নেই। কিছু এলাকার নামধারী নেতা খেতার ছত্রছায়ায় এ বৃষ্টির মাঝেও কাজ চালিয়ে যাচ্ছে ঠিকাদার। আরসিসি ঢালাইয়ের নামে চলছে নাটক।
ঘাটাইল আসনের মাননীয় সাংসদ আলহাজ্ব আতাউর রহমান খান এ আরসিসি ঢালাইয়ের উদ্বোধন করলেও পরবর্তী সময়ে নেননি কোন খোঁজ খবর, তাই ঠিকাদার প্রতিষ্ঠানটি নিম্ন মানের কাজ করছে অনায়াসেই এমনটাও জানান স্থানীয়রা।
এ বিষয়ে গারোবাজারের ও নতুন বাজারের কিছু স্থানীয় লোকজন বলছে কিছু অসাধু নেতার যোগসাজশে কন্টাক্টারের সাথে মিলে মিশে কাজ করছে। ঠিকাদার বা কন্টাক্টার কাজের স্থলে আসতেই দেখি না।
ভাঙ্গুড়ায় ট্রেনে কেটে অজ্ঞাত পরিচয় যুবকের মৃত্যু শাহজাদপুর সম্মিলিত শিল্পী পরিষদের দুই দিনব্যাপী ১২৩তম নজরুল জন্মজয়ন্তী ‘চেতনায় নজরুল’ আকিস্মিক বন্যায় ডুবে গেছে সুনামগঞ্জের ৮০ ও সিলেটের ৬০ ভাগ অঞ্চল, অন্যান্য জেলাও হুমকিতে তাড়াশে বৃদ্ধদের ফল দিলেন দিল তরিকায় আত্মশুদ্ধি ও মানব কল্যাণ সংঘ
আন্তর্জাতিক পুরস্কারে মনোনীত হয়েছেন পাবনার ছেলে রাহাত হোসেন পল্লব
আটঘরিয়ার ক্রীড়া প্রতিযোগিতা সমাপনী ওপুরুস্কার বিতরণী অনুষ্ঠিত আটঘরিয়ায় সড়ক দুর্ঘটনায় হোন্ডা চালক নিহত আহত ২ সিরাজগঞ্জের শাহজাদপুরের রাউতারা রিং বাঁধ পানির তোড়ে ভেঙ্গে গেছে নাটোরে ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম (ডিপিএফ)-এর উদ্যোগে স্টেকহোল্ডার সভা অনুষ্ঠিত মানিকনগর বালিকা বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন করলেন নূরুজ্জামান বিশ্বাস এমপি