রাজশাহীর আলাইপুর সীমান্তে বিজিবি কর্তৃক ৯১০ বোতল ফেন্সিডিল আটক
- প্রকাশিত সময় ০৬:৪০:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৯ জুন ২০২২
- / 87
বাঘা (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশিত: ০৬:৩৫ অপরাহ্ন, ১৯ জুন ২০২২
আলাইপুর সীমান্তে বিজিবি কর্তৃক ৯১০ বোতল ফেন্সিডিল আটক
রাজশাহীর বাঘা উপজেলার সীমান্ত এলাকায় বিজিবি কর্তৃক অভিযান চালিয়ে ভারতীয় ফেন্সিডিল আটক করেছে।
আলাইপুর বিওপির নায়েক সুবেদার মোঃ আলমগীর হোসাইন এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে।
টহল দলটি গোপন সংবাদের ভিত্তিতে মাদক পাচার প্রতিরোধ অভিযানের উদ্দেশ্যে রবিবার দুপুর ২টার দিকে বাংলাদেশের অভ্যন্তরে মানিকের চর নামক স্থান দিয়ে ইঞ্জিন চালিত নৌকায় লালপুর দিকে যাচ্ছিল। পরে ঐ স্থানে আসার পর টহল দলকে দেখা মাত্রই নৌকা ফেলে দ্রুত পালিয়ে যায়।সেখান থেকে বিজিবি টহল দল ৯১০ বোতল ভারতীয় ফেন্সিডিল,একটি ইঞ্জিন চালিত নৌকা ও ৫ ফিট দৈর্ঘ্য একটি হাসুয়া জব্দ করে। জব্দকৃত ফেন্সিডিলের মূল্য ৫ লক্ষ ৬৫ হাজার ৫৬০ টাকা।
আলাইপু বিজিবি নায়েক সুবেদার আলমগীর হোসাইন জানান, জব্দকৃত ফেন্সিডিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হবে।
সংস্কৃতি খাতে বরাদ্দ বৃদ্ধি ও ৮ দফা দাবিতে পাবনা সম্মিলিত সাংস্কৃতিক জোটের মানববন্ধন আন্তর্জাতিক ক্রিকেটে ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ও পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষ্যে পাবনা জেলা আওয়ামী লীগের জরুরী সভা প্রাক্তন ক্রীড়াবিদদের সংগঠন ‘সোনালী অতীত পাবনা’র ত্রী-বার্ষিক সম্মেলন ২০২২ অনুষ্ঠিত বাঘায় এসএসসি পরিক্ষার্থীর আত্মহত্যা টাঙ্গাইলের গারোবাজারে বৃষ্টিতেই চলছে আরসিসি সড়কে ঢালাইয়ের কাজ ভাঙ্গুড়ায় ট্রেনে কেটে অজ্ঞাত পরিচয় যুবকের মৃত্যু শাহজাদপুর সম্মিলিত শিল্পী পরিষদের দুই দিনব্যাপী ১২৩তম নজরুল জন্মজয়ন্তী ‘চেতনায় নজরুল’ আকিস্মিক বন্যায় ডুবে গেছে সুনামগঞ্জের ৮০ ও সিলেটের ৬০ ভাগ অঞ্চল, অন্যান্য ১৪ জেলাও হুমকিতে ফেনীর ছাগলনাইয়ায় ৪ লাখ টাকার গাঁজা, হুইস্কি, ফেনসিডিল উদ্ধার বিজিবি-৪ ব্যাটালিয়নের