টাঙ্গাইলের ভূঞাপুরে তিন জুয়াড়িকে জরিমানা করেছে নৌ পুলিশ
- প্রকাশিত সময় ১০:১১:৩২ অপরাহ্ন, রবিবার, ১৯ জুন ২০২২
- / 79
টাঙ্গাইল(ভূঞাপুর ) প্রতিনিধি
প্রকাশিত: ১০:১০ সন্ধা, ১৯ জুন ২০২২
টাঙ্গাইল ভূঞাপুরে যমুনা নদীতে নৌকায় ভাসমান অবস্থায় জুয়া খেলার সময় ৩ জুয়াড়িকে আটক করেছে ভূঞাপুর নৌ পুলিশ। পরে তাদেরকে আটক করার পর তিন জনকে ৩ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
১৯ জুন (রবিবার) বিকেলে উপজেলার অর্জুনা এলাকার নদী থেকে জুয়াড়িদের আটকের পর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ আলাউল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই অর্থদন্ড প্রদান করা হয়। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত তাস ও নগদ ১৩ হাজার ৬শত টাকা জব্দ করে পুলিশ।
দণ্ডপ্রাপ্তরা হলেন- অত্র উপজেলার কুঠিবয়ড়া এলাকার মৃত ইয়াকুব আলী সরকারের ছেলে মামুন (৪০), চর বিহাড়ি গ্রামের মোতালেব হোসেন ছেলে ইউসুফ আলী (২৭) এবং তালতলা গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে দেলোয়ার (৪৮)।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ আলাউল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভূঞাপুর নৌ পুলিশ পরিচালনা করে জুয়া খেলার সময় তিন জুয়াড়ি আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটকৃত তিন জনকে ১ হাজার টাকা করে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
প্রাথমিক অবস্থায় তাদেরকে এ জরিমানা করা হয়। পরবর্তীতে এ ধরণের অপরাধ সংগঠিত হলে জেল, জরিমানা ও কঠোরতম শাস্তির আওতায় আনা হবে। ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত থাকবে।
শাহজাদপুর সম্মিলিত শিল্পী পরিষদের দুই দিনব্যাপী ১২৩তম নজরুল জন্মজয়ন্তী ‘চেতনায় নজরুল’