ঈশ্বরদীতে পেশাগত দায়িত্বপালন কালে টিভি-সাংবাদিক লাঞ্ছিত : ভিডিও ক্যামেরা ছিনতাই, থানায় অভিযোগ
- প্রকাশিত সময় ০৭:২১:১৬ অপরাহ্ন, সোমবার, ২০ জুন ২০২২
- / 76
পাবনা সংবাদদাতা
প্রকাশিত: ০৭:২১ অপরাহ্ন, ২০ জুন ২০২২
পাবনার ঈশ্বরদী উপজেলার বাঁশেরবাদা ডিগ্রী কলেজে পেশাগত দায়িত্বপালন কালে কলেজের অধ্যক্ষের লেলিয়ে দেয়া দুষ্কৃতিকারী মুরাদগংদের হাতে লাঞ্ছিত হয়েছেন আনন্দ টিভি ও মোহনা টিভির পাবনা জেলা প্রতিনিধি।
রোববার (১৯ জুন) বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে।
এ সময় দুষ্কৃতিকারিরা সাংবাদিকদের ভিডিও ক্যামেরা ছিনিয়ে নিয়ে যায়।
পরে পুলিশ তাদের ভিডিও ক্যামেরা উদ্ধার করে। এ ঘটনায় ঈশ্বরদী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগে জানা যায় বাঁশেরবাদা ডিগ্রী কলেজে শিক্ষার্থীদের কাছে অতিরিক্ত ফি আদায় করা হচ্ছে। এমন তথ্য জানার পর আনন্দ টিভির পাবনা জেলা প্রতিনিধি সেলিম মোর্শেদ রানা ও মোহনা টিভির পাবনা জেলা প্রতিনিধি হুজ্জাতুল্লা হীরা উক্ত কলেজের ছাত্রছাত্রীদের বক্তব্যের ভিডিও ফুটেজ ধারণ করার সময় কলেজের অধ্যক্ষের লেলিয়ে দেয়া ১০/১২ জনের একদল দুষ্কৃতিকারি তাদের উপর হামলা চালায়। দুষ্কৃতিকারিরা তাদের লাঞ্ছিত ও অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং ভিডিও ক্যামেরা ছিনিয়ে নেয়।
সাংবাদিকরা বিষয়টি পাবনার পুলিশ সুপারকে অবহিত করলে তিনি দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠান। পুলিশ দুষ্কৃতিকারীদের কাছ থেকে সাংবাদিকদের উদ্ধার করে। এ ঘটনায় মোহনা টিভির সাংবাদিক হুজ্জাতুল্লা হীরা, আনন্দ টিভির পাবনা জেলা প্রতিনিধি সেলিম মোর্শেদ রানা বাদী হয়ে ঈশ্বরদী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ঘটনার তীব্র নিন্দা-প্রতিবাদ
ঘটনার তীব্র নিন্দা-প্রতিবাদ ও এই ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার এবং দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়েছেন পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদসহ বিভিন্ন সাংবাদিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। – পিপ নিউজ
উল্লাপাড়ায় বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের ভ্রাম্যমান সাংস্কৃতিক টিম গানে গানে ও আলোচনায় উন্নয়ন প্রচারণা পাবনায় সড়ক পরিবহন আইন ও সড়ক নিরাপত্তা বিষয়ক মতবিনিময় ও পথসভা অনুষ্ঠিত ফেনীতে ৫০০ পিস ইয়াবা সহ ছাত্রলীগ নেতা সিফাত গ্রেফতার বাবা দিবস উপলক্ষ্যে বাবার প্রতি কিছু অনুভূতি সলঙ্গায় স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক রাজশাহীর আলাইপুর সীমান্তে বিজিবি কর্তৃক ৯১০ বোতল ফেন্সিডিল আটক সংস্কৃতি খাতে বরাদ্দ বৃদ্ধি ও ৮ দফা দাবিতে পাবনা সম্মিলিত সাংস্কৃতিক জোটের মানববন্ধন আন্তর্জাতিক ক্রিকেটে ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ও পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষ্যে পাবনা জেলা আওয়ামী লীগের জরুরী সভা প্রাক্তন ক্রীড়াবিদদের সংগঠন ‘সোনালী অতীত পাবনা’র ত্রী-বার্ষিক সম্মেলন ২০২২ অনুষ্ঠিত