বড়াইগ্রামে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগাম এনএটিপি-২ প্রকল্পের আওতায় সিআইজি কংগ্রেস ও ফল মেলা
- প্রকাশিত সময় ১১:৩৬:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুন ২০২২
- / 93
নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ১১:৩৬ অপরাহ্ন, ১৯ জুন ২০২২
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজিত কৃষক-কৃষাণীদের নিয়ে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগাম এনএটিপি-২ প্রকল্পের আওতায় সিআইজি কংগ্রেস ও ফল মেলা-২০২২ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানার সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার হাবিবা খাতুনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ আব্দুল কুদ্দুস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মোঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী,বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক একেএম আবদুল বাড়ী প্রমুখ।
অনুষ্ঠানে আগামীতে যাতে সিআইজিগুলো সচল থাকে সে ব্যাপারে বিস্তারিত দিক নির্দেশনা দেয়া হয়।
অনুষ্ঠানে ৯০টি সিআইজি’র ১৫০ জন প্রতিনিধি অংশ নেন।
অনুষ্ঠানে খরিপ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক ৪০ জন কৃষক-কৃষাণীদের মাঝে প্রনোদনার আওতায় গ্রীষ্মকালীন পেয়াজ বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। এবং ৬ জন কৃষক কে পাওয়ার টিলার প্রদান করা হয়।
পরে, “বছরব্যাপী ফল চাষে – অর্থ পুষ্টি দুই-ই আসে” প্রতিপাদ্য সামনে রেখে ফল মেলা-২০২২ অনুষ্ঠিত হয়।
মেলায় আম, কাঁঠাল, লিচু, জাম, কলাসহ দেশি-বিদেশি বিভিন্ন বাহারি ফল প্রদর্শন করেন।
ভাঙ্গুড়ায় উৎকোচ না পেয়ে সহকারি শিক্ষককে পেটালেন প্রধান শিক্ষক! উল্লাপাড়ায় বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের ভ্রাম্যমান সাংস্কৃতিক টিম গানে গানে ও আলোচনায় উন্নয়ন প্রচারণা বিরামপুরে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৩ পাবনায় সড়ক পরিবহন আইন ও সড়ক নিরাপত্তা বিষয়ক মতবিনিময় ও পথসভা অনুষ্ঠিত ফেনীতে ৫০০ পিস ইয়াবাসহ ছাত্রলীগ নেতা সিফাত গ্রেফতার বাবা দিবস উপলক্ষ্যে বাবার প্রতি কিছু অনুভূতি সলঙ্গায় স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক রাজশাহীর আলাইপুর সীমান্তে বিজিবি কর্তৃক ৯১০ বোতল ফেন্সিডিল আটক সংস্কৃতি খাতে বরাদ্দ বৃদ্ধি ও ৮ দফা দাবিতে পাবনা সম্মিলিত সাংস্কৃতিক জোটের মানববন্ধন আন্তর্জাতিক ক্রিকেটে ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ