ল্যাটিন আমেরিকান দেশ কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন বামপন্থী নেতা গুস্তাভো পেত্রো

- প্রকাশিত সময় ০৭:০৫:০৯ অপরাহ্ন, সোমবার, ২০ জুন ২০২২
- / 137
স্বতঃকণ্ঠ অনলাইন ডেস্ক
প্রকাশিত: ০৭:০৫ অপরাহ্ন, ২০ জুন ২০২২
ল্যাটিন আমেরিকান দেশ কলম্বিয়ার বোগোটা শহরের সাবেক মেয়র এবং সাবেক গেরিলা নেতা গুস্তাভো পেত্রো দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। স্থানীয় সময় গতকাল রোববার দ্বিতীয় দফার ভোটেও জয় পেয়েছেন তিনি। এর মধ্য দিয়ে কলম্বিয়ায় প্রথমবারের মতো কোনো বামপন্থী নেতা প্রেসিডেন্ট নির্বাচিত হলেন। তাঁর রানিংমেট ফ্রান্সা মার্কেজ হচ্ছেন প্রথম কৃষ্ণাঙ্গ নারী ভাইস প্রেসিডেন্ট। খবর বিবিসির।
গত ২৯ মে কলম্বিয়ার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে গুস্তাভো পেত্রো জয়ী হলেও কোনো প্রার্থীই প্রয়োজনীয় ৫০ শতাংশ ভোট নিশ্চিত করতে না পারায় গতকাল রোববার অনুষ্ঠিত হয় দ্বিতীয় দফার নির্বাচন। এ নির্বাচনে পেত্রোর প্রতিদ্বন্দ্বী ছিলেন ৭৭ বছর বয়সী ব্যবসায়ী রোদোলফো এরনান্দেজ।
দ্বিতীয় দফার নির্বাচনে ৫০ দশমিক ৫ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন পেত্রো। প্রতিদ্বন্দ্বী প্রার্থী এরনান্দেজের চেয়ে সাত লাখের বেশি ভোট পেয়েছেন তিনি।
এ জয়কে ‘ঈশ্বর ও জনগণের জয়’ বলে উল্লেখ করেছেন পেত্রো। টুইটারে তিনি লিখেছেন, মাতৃভূমির হৃদয়ে আজ যে খুশির জোয়ার বয়ে যাচ্ছে, তা দিয়ে সকল ভোগান্তি ধুয়ে যাক।
ভাইস প্রেসিডেন্ট হিসেবে পেত্রোর রানিংমেট ছিলেন ফ্রান্সা মার্কেজ। কলম্বিয়ার প্রথম কৃষ্ণাঙ্গ নারী ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি।
পরাজয় মেনে নিয়েছেন এরনান্দেজ
ইতিমধ্যে নির্বাচনে পরাজয় মেনে নিয়েছেন এরনান্দেজ। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক ভিডিওতে তিনি বলেন, ‘আজ কলম্বিয়ার বেশির ভাগ নাগরিক অপর প্রার্থীকে বেছে নিয়েছেন। প্রচারণার সময় আমি বলেছিলাম, নির্বাচনের ফল মেনে নেব। আশা করি কীভাবে দেশ পরিচালনা করতে হবে, তা পেত্রো জানেন এবং দুর্নীতির বিরুদ্ধে নিজের অবস্থান বজায় রাখবেন তিনি।’
বিদায়ী প্রেসিডেন্ট ইভান দুকু টুইটার পোস্টে লিখেছেন, তিনি পেত্রোকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন। একটি সর্বসম্মত, প্রাতিষ্ঠানিক ও স্বচ্ছ ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া নিয়ে আলোচনা করতে আগামী দিনগুলোতে বৈঠকে বসার ব্যাপারে সম্মত হওয়ার কথাও উল্লেখ করেছেন দুকু।
একসময়ের গেরিলা যোদ্ধা পেত্রো
একসময় এম-১৯ গেরিলার সদস্য ছিলেন পেত্রো। কয়েক দশক আগে এ বিদ্রোহী গোষ্ঠী বিলুপ্ত হয়ে গেছে। নির্বাচনী প্রচারণায় অসাম্যের বিরুদ্ধে লড়াইয়ের প্রতিশ্রুতি দিয়েছেন পেত্রো। বলেছেন বিশ্ববিদ্যালয় পর্যায়ে বিনা মূল্যে পড়াশোনার ব্যবস্থা, পেনশন ব্যবস্থায় সংস্কার আনা এবং অনুৎপাদনশীল জমির ওপর উচ্চ কর আরোপ করবেন। ২০১৬ সালে যে চুক্তির কারণে কমিউনিস্ট গেরিলা গোষ্ঠী ফার্কের সঙ্গে সরকারের ৫০ বছরের দীর্ঘ সংঘাতের অবসান হয়েছিল, তা বাস্তবায়নেরও প্রতিশ্রুতি দিয়েছিলেন।
গুস্তাভো পেত্রোর সমালোচকেরা বলেছিলেন, তিনি যে অর্থনৈতিক পরিকল্পনা ঘোষণা করেছেন, তা দেশকে বিপর্যয়ের মুখে ঠেলে দিতে পারে।
তবে শেষ পর্যন্ত পেত্রোর দারিদ্র্য দূর করার প্রতিশ্রুতি অত্যন্ত অসাম্যের দেশটির জনগণকে টানতে পেরেছে। বাস্তুচ্যুত আফ্রো-কলম্বিয়ান নারী ইফোর আনা বিয়াত্রিজ আচেভেদো মনে করেন, এ নির্বাচন দেশের জন্য বড় ধরনের পরিবর্তন নিয়ে আসবে।
বিয়াত্রিজ আচেভেদো বলেন, ‘নারীরা কৃষ্ণাঙ্গ ও আদিবাসী গোষ্ঠীগুলোতে অসমতার বিষয়টিকে এ দেশের একটি সমস্যা বলে বিবেচনা করেন। আর তাঁরা (পেত্রো ও মার্কেজ) সে বৈষম্যের শিকার মানুষদেরই প্রতিনিধিত্ব করছেন। একজন মিশ্র বর্ণের আর অন্যজন কৃষ্ণাঙ্গদের প্রতিনিধিত্ব করছেন। আর এ দুজনই সমতায় বিশ্বাসী।’
এদিকে বোগোটা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক আরলিন টিকনার মনে করেন, কলম্বিয়ায় বর্তমান মেরুকরণের মাত্রা এবং বিদ্যমান রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও মানবিক সংকট পেত্রো সরকারকে চ্যালেঞ্জের মুখে ফেলবে।
একনজরে কলম্বিয়া
দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়া স্প্যানিশ দখলদারিত্ব থেকে ১৮১৯ সালে স্বাধীনতালাভ করে। দেশের আয়তন ১১,৪১,৭১৮ বর্গ কিলোমিটার। বর্তমান জনসংখ্যা ৫ কোটি। প্রধান ভাষা স্প্যানিশ। ১৮৮৬ সালে দেশটির নামকরণ করা হয় দ্য রিপাবলিক অব কলম্বিয়া। তার আগে এটি ইউনাইটেড স্টেটস অফ কলম্বিয়া নামে পরিচিত ছিল।

কলম্বাস থেকে কলম্বিয়া
আলোনসো ডি ওজেদা (যিনি কলম্বাসের সাথে যাত্রা করেছিলেন) ১৪৯৯ সালে গুয়াজিরা উপদ্বীপে পৌঁছেছিলেন। রদ্রিগো ডি বাস্তিদাসের নেতৃত্বে স্প্যানিশ অভিযাত্রীরা ১৫০০ সালে ক্যারিবিয়ান উপকূলে প্রথম অনুসন্ধান করেন। ক্রিস্টোফার কলম্বাস ১৫০২ সালে ক্যারিবিয়ান কাছাকাছি পৌঁছান, ১৫০৮ সালে ভাস্কো নুনেজ দে বালবোয়া উরাবা উপসাগরের অঞ্চলের মধ্য দিয়ে এই অঞ্চলে একটি অভিযানের সাথে যান এবং তারা ১৫১০ সালে সান্তা মারিয়া লা অ্যান্টিগুয়া দেল দারিয়েন শহরটি প্রতিষ্ঠা করেন, এটিই মহাদেশের প্রথম স্থিতিশীল বসতি।
ঈশ্বরদীতে পেশাগত দায়িত্বপালন কালে টিভি-সাংবাদিক লাঞ্ছিত : ভিডিও ক্যামেরা ছিনতাই, থানায় অভিযোগ প্রতিবন্ধী ক্রীড়াবিদদের সংবর্ধনা প্রদান পাবনায় পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠান হবে আড়ম্বরপূর্ণ – জেলা প্রশাসক বড়াইগ্রামে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগাম এনএটিপি-২ প্রকল্পের আওতায় সিআইজি কংগ্রেস ও ফল মেলা ভাঙ্গুড়ায় উৎকোচ না পেয়ে সহকারি শিক্ষককে পেটালেন প্রধান শিক্ষক! উল্লাপাড়ায় বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের ভ্রাম্যমান সাংস্কৃতিক টিম গানে গানে ও আলোচনায় উন্নয়ন প্রচারণা বিরামপুরে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৩ সড়ক পরিবহন আইন ও সড়ক নিরাপত্তা বিষয়ক মতবিনিময় ও পথসভা অনুষ্ঠিত ফেনীতে ৫০০ পিস ইয়াবা সহ ছাত্রলীগ নেতা সিফাত গ্রেফতার বাবা দিবস উপলক্ষ্যে বাবার প্রতি কিছু অনুভূতি