আটঘরিয়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পরে সর্বস্ব হারালেন এক যুবক
- প্রকাশিত সময় ০৭:২৩:৩১ অপরাহ্ন, সোমবার, ২০ জুন ২০২২
- / 45
পাবনা (আটঘরিয়া) প্রতিনিধি
প্রকাশিত: ০৭:২০ অপরাহ্ন, ২০ জুন ২০২২
পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত – দেবোত্তর সড়কের সুঁতিয়ার বিল নামক স্থানে অজ্ঞান পার্টির খপ্পরে পরে হাফিজুল (২৬) নামক এক যুবক সাড়ে তিন লক্ষ টাকা হারিয়েছে।
ঘটনাটি ঘটেছে গত শনিবার ১৮ জুন দিবাগত রাত নয়টার দিকে ডেঙ্গারগ্রাম এর পাশে সুঁতিয়ার বিল নামক স্থানে। সে পাশ্ববর্তী আতাইকুলা থাবনার জোয়াদহ গ্রামের মাওলানা আব্দুল হামিদের ছেলে।
উক্ত হাফিজুল ইসলাম বায়বরা বিষ কোম্পানিতে চাকরি করেব। ঘটনার দিন রাত নয়টার দিকে কয়রাবাড়ি – পাটেশ্বর বাজারের বিভিন্ন দোকান
থেকে উল্লেখিতবপরিমান টাকা তুলে বাড়ি ফিরছিল। উক্ত স্থানে হোন্ডা যোগে পৌঁছিলে পথিমধ্যে অজ্ঞান পার্টির সদস্যরা তার গতিরোধ করে তাকে নিয়ে চলে যায় এবং বাইকটি উক্ত স্থানে ফেলে রেখে যায়।
হাফিজুল ইসলাম কে সিরাজগঞ্জ জেলার কোন এক জায়গায় ফেলে রাখে বলে স্বজনরা জানান। তাকে সেখান থেকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
ঈশ্বরদী উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা : আগামী নির্বাচনে সজাগ থাকার আহবান অগ্রিম আয়কর প্রত্যাহারের দাবীতে পাবনা জেলা বিড়ি শ্রমিকদের মানববন্ধন দুর্নীতির অভিযোগে পাবনার ফরিদপুর পৌরসভার মেয়র খ ম কামরুজ্জামান মাজেদ সাময়িক বরখাস্ত প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে বিআরটিএ পাবনার সহকারী পরিচালকসহ ৫ জনের নামে দুদকের ৪টি মামলা দায়ের ঈশ্বরদীতে পেশাগত দায়িত্বপালন কালে টিভি-সাংবাদিক লাঞ্ছিত : ভিডিও ক্যামেরা ছিনতাই, থানায় অভিযোগ ল্যাটিন আমেরিকান দেশ কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন বামপন্থী নেতা গুস্তাভো পেত্রো উল্লাপাড়ায় গ্লোবাল টিভির সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন প্রতিবন্ধী ক্রীড়াবিদদের সংবর্ধনা প্রদান পাবনায় পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠান হবে আড়ম্বরপূর্ণ – জেলা প্রশাসক চাটখিলের কৃতি সন্তান মনজুরুল ইসলাম মনজু বিআইপিওএ’র উপদেষ্ঠা মনোনীত