অগ্রিম আয়কর প্রত্যাহারের দাবীতে পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিড়ি শ্রমিকদের মানববন্ধন
- প্রকাশিত সময় ১১:৩৯:২২ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুন ২০২২
- / 52
পাবনা সংবাদদাতা
প্রকাশিত: ১১:৩৯ অপরাহ্ন, ২০ জুন ২০২২
প্রস্তাবিত বাজেটে নিম্নস্তরের সিগারেটের দাম বৃদ্ধি, বিড়ির ওপর অর্পিত অগ্রিম ১০ শতাংশ আয়কর প্রত্যাহার, বিড়ি শিল্পে নিয়োজিত শ্রমিকদের সুরক্ষা আইন প্রণয়ন এবং সরেজমিনে পরিদর্শন ব্যতিরেকে বিড়ি কারখানার লাইসেন্স প্রদান বন্ধ করার দাবী জানিয়েছেন বিড়ি শ্রমিকরা।
গতকাল সোমবার বেলা ১১ টায় পাবনা জেলা প্রশাসকের কার্যলয়ের সামনে পাবনা জেলা বিড়ি মজদুর ইউনিয়নের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচি থেকে এ সব দাবি জানানো হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
পাবনা জেলা বিড়ি মজদুর ইউনিয়নের সভাপতি হারিক হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সহ-সভাপতি নাজিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর, প্রচার সম্পাদক শামীম ইসলাম, কার্যকরী সদস্য আনোয়ার হোসেন, সদস্য লুৎফর রহমান প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, “বর্তমানে নিম্নস্তরের সিগারেট বাজারের ৭৫ শতাংশ দখল করে আছে। এসব নিম্নমানের সিগারেটের সিংহভাগই বিদেশি কোম্পানির। প্রস্তাবিত ২০২২-২৩ অর্থবছরের বাজেটে নিম্নমানের ১০ শলাকা সিগারেটে মূল্যস্তর ৩৯ টাকা থেকে ৪০ টাকা বৃদ্ধি করা হয়েছে। যা খুবই সামান্য। তাছাড়া সিগারেটে কোনো সম্পূরক শুল্ক বৃদ্ধি করা হয়নি। নিম্নস্তরের সিগারেটের ভোক্তা বেশি থাকা সত্বেও শুল্কারোপ বৃদ্ধি না করলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হতে বঞ্চিত হবে।”
বক্তারা আরো বলেন, “বিড়ি শতভাগ দেশীয় প্রযুক্তি নির্ভর শিল্প। সিগারেটে অগ্রীম আয়কর ৩ শতাংশ হলেও বিড়িতে অগ্রিম আয়কর ১০ শতাংশ। এই বৈষম্যমূলক অগ্রিম আয়কর প্রত্যাহার করতে হবে। – পিপ নিউজ
দুর্নীতির অভিযোগে পাবনার ফরিদপুর পৌরসভার মেয়র খ ম কামরুজ্জামান মাজেদ সাময়িক বরখাস্ত প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে বিআরটিএ পাবনার সহকারী পরিচালকসহ ৫ জনের নামে দুদকের ৪টি মামলা দায়ের ঈশ্বরদীতে পেশাগত দায়িত্বপালন কালে টিভি-সাংবাদিক লাঞ্ছিত : ভিডিও ক্যামেরা ছিনতাই, থানায় অভিযোগ ল্যাটিন আমেরিকান দেশ কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন বামপন্থী নেতা গুস্তাভো পেত্রো প্রতিবন্ধী ক্রীড়াবিদদের সংবর্ধনা প্রদান পাবনায় পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠান হবে আড়ম্বরপূর্ণ – জেলা প্রশাসক বড়াইগ্রামে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগাম এনএটিপি-২ প্রকল্পের আওতায় সিআইজি কংগ্রেস ও ফল মেলা ভাঙ্গুড়ায় উৎকোচ না পেয়ে সহকারি শিক্ষককে পেটালেন প্রধান শিক্ষক! উল্লাপাড়ায় বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের ভ্রাম্যমান সাংস্কৃতিক টিম গানে গানে ও আলোচনায় উন্নয়ন প্রচারণা বিরামপুরে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৩