পাবনার ভাঙ্গুড়া পৌরসভার ১২ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
- প্রকাশিত সময় ০৮:২৯:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুন ২০২২
- / 35
পাবনা(ভাঙ্গুড়া)স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ০৭:৫০ অপরাহ্ন, ২১ জুন ২০২২
ভাঙ্গুড়া পৌরসভার ২০২২-২০২৩ অর্থবছরের জন্য ১২ কোটি ৯০ লাখ ৭৫ হাজার টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২১ জুন) দুপুর ১টার দিকে পৌরসভার মিলনায়তনে পৌর মেয়র মোঃ গোলাম হাসনাইন রাসেল এ উন্মুক্ত বাজেট ঘোষণা করেন।
টিএলসিসি কমিটির(শহর সমন্ময় কর্ডিনেশন কমিটি) সহযোগিতায় এবং পৌরসভার আয়োজনে নতুন কোনো কর আরোপ ছাড়াই এ বাজেট ঘোষণা করা হয়। এতে বলা ২০২২-২০২৩অর্থবছরের জন্য প্রস্তাবিত আয় ধরা হয়েছে ১২ কোটি কোটি ৯০ লাখ ৭৫ হাজার টাকা
বাজেট ঘোষণার পর সুধী ও সাংবাদিকবৃন্দের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেল।
পৌরসভার ষ্টার অফিসার ও রাজনৈতিক ব্যক্তিত্ব মোঃ ইমরান হাসান আরিফ এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বাকি বিল্লাহ।
বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদ হাসান খান, ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ মুঃ ফয়সাল বিন আহসান, পৌর সভার নির্বাহী প্রকৌশলী আমিনুল ইসলাম হুদা, ভাঙ্গুড়া বাজার শিল্প ও বণিক সমিতির সভাপতি শহীদুজ্জামান, শরৎনগর বাজার শিল্প ও বণিক সমিতির সভাপতি আলহাজ্ব ফজলার রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রঞ্জু, মহিলা ভাইস চেয়ারম্যান আজিদা পারভীন পাখি, উপজেলা আঃলীগের ইসলাম, অধ্যক্ষ সাইদুল ইসলাম, সিনিয়র গণমাধ্যম কর্মি বিকাশ চন্দ্র চন্দ।
পাবনা সদর উপজেলায় প্রধানমন্ত্রীর বিশেষ ১০টি উদ্যোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাঁথিয়ায় ৩’শ পিচ ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক ঈশ্বরদী উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা : আগামী নির্বাচনে সজাগ থাকার আহবান অগ্রিম আয়কর প্রত্যাহারের দাবীতে পাবনা জেলা বিড়ি শ্রমিকদের মানববন্ধন দুর্নীতির অভিযোগে পাবনার ফরিদপুর পৌরসভার মেয়র খ ম কামরুজ্জামান মাজেদ সাময়িক বরখাস্ত প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে বিআরটিএ পাবনার সহকারী পরিচালকসহ ৫ জনের নামে দুদকের ৪টি মামলা দায়ের ঈশ্বরদীতে পেশাগত দায়িত্বপালন কালে টিভি-সাংবাদিক লাঞ্ছিত : ভিডিও ক্যামেরা ছিনতাই, থানায় অভিযোগ ল্যাটিন আমেরিকান দেশ কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন বামপন্থী নেতা গুস্তাভো পেত্রো উল্লাপাড়ায় গ্লোবাল টিভির সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন পাবনার চাটমোহরে ২২০ পিচ ইয়াবা উদ্ধার : আটক ১