তাড়াশে অবৈধ ডিশ লাইন উচ্ছেদ করেছে বিটিআরসি
- প্রকাশিত সময় ১১:০৪:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুন ২০২২
- / 89
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১০:৫৯ পূর্বাহ্ন, ২১ জুন ২০২২
সিরাজগঞ্জের তাড়াশে অবৈধ ডিস লাইন উচ্ছেদ করা হয়েছে।
বিটিআরসি’র অনুমোদন বিহীন ডিশ লাইনের অবৈধ ব্যবসা করার অপরাধে মো. ইকবাল হোসেনের বিরুদ্ধে থানায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা করে জব্দকৃত মালামাল হস্তান্তর করেছেন বিটিআরসি’র সিনিয়র সহকারী পরিচালক মো. মাহমুদুল হোসেন।
২০জুন সোমবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে বিটিআরসি’র কর্মকর্তাগণ তাড়াশ থানা পুলিশের সহযোগীতায় ওই ডিশ লাইন উচ্ছেদে অভিযান পরিচালনা করেন। এ সময় অভিযান চালিয়ে মো. ইকবাল হোসেনের অবৈধ ডিশ লাইন তার বিহিন এমএমডিএস টাওয়ার, ডিস লাইনে ব্যবহৃত ক্যাবল এবং ডিস লাইনে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রাংশ জব্দ করেন।
মামলা ও স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার মাধাইনগর ইউনিয়নের ওয়াশীন গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে মো. ইকবাল হোসেন উপজেলার পৌষার গ্রামে তার বিহীন এমএমডিএস টাওয়ার নির্মান করে অবৈধ ভাবে ডিশ লাইনের ব্যবসা করে আসছিলেন।
এ ব্যাপারে তাড়াশ থানা অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, বিটিআরসি’র অনুমোদন বিহীন ডিশ লাইনের অবৈধ ব্যবসা করার অপরাধে ইকবাল হোসেনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। আসামী পলাতক আছে তবে গ্রেফতারের প্রস্তুতি চলছে।
সাঁথিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদরাসা ছাত্রের মৃত্যু বন্যাকবলিত এলাকা পরিদর্শনে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাবনা সদর উপজেলায় প্রধানমন্ত্রীর বিশেষ ১০টি উদ্যোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাঁথিয়ায় ৩’শ পিচ ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক ঈশ্বরদী উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা : আগামী নির্বাচনে সজাগ থাকার আহবান অগ্রিম আয়কর প্রত্যাহারের দাবীতে পাবনা জেলা বিড়ি শ্রমিকদের মানববন্ধন দুর্নীতির অভিযোগে পাবনার ফরিদপুর পৌরসভার মেয়র খ ম কামরুজ্জামান মাজেদ সাময়িক বরখাস্ত প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে বিআরটিএ পাবনার সহকারী পরিচালকসহ ৫ জনের নামে দুদকের ৪টি মামলা দায়ের ঈশ্বরদীতে পেশাগত দায়িত্বপালন কালে টিভি-সাংবাদিক লাঞ্ছিত : ভিডিও ক্যামেরা ছিনতাই, থানায় অভিযোগ ল্যাটিন আমেরিকান দেশ কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন বামপন্থী নেতা গুস্তাভো পেত্রো