টাঙ্গাইলে সৃষ্টি স্কুলের আবাসিক ভবন থেকে ৫ম শ্রেণীর এক ছাত্রের লাশ উদ্ধার
- প্রকাশিত সময় ১১:৫৫:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুন ২০২২
- / 137
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ১১:৫৫ অপরাহ্ন, ২১ জুন ২০২২
টাঙ্গাইলে স্বনামধন্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সৃষ্টি স্কুলের আবাসিক ভবন থেকে পঞ্চম শ্রেণীর এক ছাত্রের লাশ উদ্ধার করা হয়।
২০ জুন (সোমবার) টাঙ্গাইল সদরের সৃষ্টি স্কুলের আবাসিক ভবন থেকে পঞ্চম শ্রেণী পড়ুয়া শিহাবের (১২) লাশ উদ্ধার করা হয়। তবে এটি পরিকল্পিত হত্যা বলে দাবি নিহতের পরিবারের। নিহত শিহাব টাঙ্গাইলের সখিপুর উপজেলার বেরবাড়ি এলাকার সিঙ্গাপুর প্রবাসী ইলিয়াস হোসেনের ছেলে।
শিহাবের ফুপাতো ভাই আল আমিন সিকদার বলেন, গত জানুয়ারিতে শিহাবকে স্কুলের আবাসিকে ভর্তি করা হয়। ভালোভাবেই পড়াশোনা করছিল শিহাব। হঠাৎ আজ বিকেলে স্কুল থেকে ফোন দিয়ে জানানো হয়, শিহাব অসুস্থ আপনারা তাড়াতাড়ি আসেন।
পরবর্তীতে ওই নাম্বারে ফোন দিয়ে শিহাবের ব্যাপারে জিজ্ঞেস করলে স্কুল থেকে বলা হয় সিএনজি দুর্ঘটনায় শিহাব গুরুতর আহত হয়েছে। পরে আমরা আবাসিক ভবনের কাছে গেলে সেখানে ঢুকতে না দিয়ে তারা আমাদেরকে হাসপাতালে যেতে বলে। হাসপাতালে আসার পর শুনতে পাই শিহাব মারা গেছে। শিহাব মারা যায়নি, ওকে হত্যা করেছে।
অপরদিকে স্কুলের শিক্ষকরা দাবি করেন স্কুলের আবাসিকের বাথরুমে আত্মহত্যা করেছে।
সৃষ্টি স্কুলের ভাইস প্রিন্সিপাল আনোয়ার হোসেন বলেন, শুনেছি শিহাব ঝরনার সাথে গামছা পেছিয়ে আত্মহত্যা করেছে।
ঘটনার বিষয়ে সদর সার্কেল টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার সরোয়ার হোসেন বলেন, ঘটনার বিষয়ে তদন্ত চলছে ও সদর থানায় মামলার প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই বুঝতে হত্যা নাকি আত্মহত্যা জানা যাবে।
সাঁথিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদরাসা ছাত্রের মৃত্যু তাড়াশে অবৈধ ডিশ লাইন উচ্ছেদ করেছে বিটিআরসি বন্যাকবলিত এলাকা পরিদর্শনে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাবনা সদর উপজেলায় প্রধানমন্ত্রীর বিশেষ ১০টি উদ্যোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাঁথিয়ায় ৩’শ পিচ ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক ঈশ্বরদী উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা : আগামী নির্বাচনে সজাগ থাকার আহবান অগ্রিম আয়কর প্রত্যাহারের দাবীতে পাবনা জেলা বিড়ি শ্রমিকদের মানববন্ধন দুর্নীতির অভিযোগে পাবনার ফরিদপুর পৌরসভার মেয়র খ ম কামরুজ্জামান মাজেদ সাময়িক বরখাস্ত প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে বিআরটিএ পাবনার সহকারী পরিচালকসহ ৫ জনের নামে দুদকের ৪টি মামলা দায়ের ঈশ্বরদীতে পেশাগত দায়িত্বপালন কালে টিভি-সাংবাদিক লাঞ্ছিত : ভিডিও ক্যামেরা ছিনতাই, থানায় অভিযোগ