বিরামপুরে তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন

- প্রকাশিত সময় ০১:৫১:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুন ২০২২
- / 130
বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা
প্রকাশিত: ০১:১২ পূর্বাহ্ন, ২২ জুন ২০২২
দিনাজপুরের বিরামপুরে রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক এমপি।
মঙ্গলবার (২১ জুন) গতকাল সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে কৃষি মেলা উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালী শেষে উপজেলা অডিটোরিয়ামে একাডেমিক সুপারভাইজার আব্দুস সালামের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকারের সভাপতিত্বে তিন দিনব্যাপী কৃষি মেলার আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক (এমপি)।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী, উপজেলা কৃষি কর্তকর্তা নিকছন চন্দ্র পাল প্রমুখ।
এসময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু, রংপুর অঞ্চলের কৃষি পরিচালক আব্দুল ফাত্তাহ মো. রওশন কবির, বিরামপুর সরকারি কলেজের অধ্যক্ষ ফরহাদ হোসেন, বিরামপুর মহিলা কলেজের উপাধ্যক্ষ মেসবাউল হক, থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত, যুব উন্নয়ন কর্মকর্তা জামিল উদ্দিন মন্ডল, সমাজসেবা কর্মকর্তা রাজুল ইসলাম, উপজেলা বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক (এমপি) উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা, চিকিৎসা, মোয়াজ্জেমদের ভাতার চেক এবং কৃষকদের মাঝে ধান, পাট, পিঁয়াজ বীজ, সার, ফলজ গাছের চারাসহ প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন।
দুই নদীর মোহনায় ক্যাম্পাস নির্মাণ কষ্টসাধ্য হলেও সম্ভব- মহামান্য রাষ্ট্রপতিকে রবীন্দ্র বিশ্ব বিদ্যালয়ের উপাচার্য শাহজাদপুরে তিন দিনের ব্যবধানে দুই যুবকের আত্মহত্যা টাঙ্গাইলে সৃষ্টি স্কুলের আবাসিক ভবন থেকে ৫ম শ্রেণীর এক ছাত্রের লাশ উদ্ধার সাঁথিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদরাসা ছাত্রের মৃত্যু তাড়াশে অবৈধ ডিশ লাইন উচ্ছেদ করেছে বিটিআরসি বন্যাকবলিত এলাকা পরিদর্শনে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাবনা সদর উপজেলায় প্রধানমন্ত্রীর বিশেষ ১০টি উদ্যোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাঁথিয়ায় ৩’শ পিচ ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক ঈশ্বরদী উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা : আগামী নির্বাচনে সজাগ থাকার আহবান অগ্রিম আয়কর প্রত্যাহারের দাবীতে পাবনা জেলা বিড়ি শ্রমিকদের মানববন্ধন