পাবনায় বিদ্যুত হত্যা মামলার রায়ে ১ জনের যাবজ্জীবন ৩ খালাস
- প্রকাশিত সময় ০২:২২:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুন ২০২২
- / 73
পাবনা সংবাদদাতা
প্রকাশিত: ০২:১৫ পূর্বাহ্ন, ২২ জুন ২০২২
পাবনা পৌরসভার রাধানগর ঈদগা মাঠ মহল্লার মৃত তালেব হোসেন ছেলে আবুল হোসেন ওরফে বিদ্যুত হত্যা মামলার রায় প্রদান করেছেন অতিরিক্ত দায়রা জজ আদালত-২ বিজ্ঞ বিচারক ইসরাত জাহান মুন্নি।
রায়ে ১ জনের যাবজ্জীবন ও ৩ জনকে বেকসুর খালাস দেওয়া হয়।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী হলো ঐ এলাকার হাসু প্রামানিকের ছেলে আবুল কাশেম। বেকসুর খালাসপ্রাপ্তরা হলো আবুল কাশেমের ছেলে লিমন, সুমন ও সুজন। ১৯৯৯ সালে ১৪ জুলাই শুরু হওয়া বিচার কার্যক্রম দীর্ঘ শুনানী শেষে গতকাল মঙ্গলবার এ রায় প্রদান করেন বিজ্ঞ আদালত। এই রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন বাদী পক্ষের পরিবার।
উল্লেখ্য চাঁদাবাজীকে কেন্দ্র করে সংঘর্ষে প্রকাশ্য দিবালোকে বিদ্যুকে কুপিয়ে হত্যা করা হয়। এ ব্যাপারে নিহত বিদ্যুত এর ভাই ফারুক আজম বাদী হয়ে ৫ জনকে আসামী করে পাবনা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এদের মধ্যে আবুল কাশেমের স্ত্রী মনোয়ারা বেগম মারা গেলে তাকে মামলা থেকে অব্যহতি দেওয়া হয়।
পুঠিয়ায় ট্রাক ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে প্রান গেল ২ জনের বিরামপুরে তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন দুই নদীর মোহনায় ক্যাম্পাস নির্মাণ কষ্টসাধ্য হলেও সম্ভব- মহামান্য রাষ্ট্রপতিকে রবীন্দ্র বিশ্ব বিদ্যালয়ের উপাচার্য শাহজাদপুরে তিন দিনের ব্যবধানে দুই যুবকের আত্মহত্যা টাঙ্গাইলে সৃষ্টি স্কুলের আবাসিক ভবন থেকে ৫ম শ্রেণীর এক ছাত্রের লাশ উদ্ধার সাঁথিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদরাসা ছাত্রের মৃত্যু তাড়াশে অবৈধ ডিশ লাইন উচ্ছেদ করেছে বিটিআরসি বন্যাকবলিত এলাকা পরিদর্শনে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাবনা সদর উপজেলায় প্রধানমন্ত্রীর বিশেষ ১০টি উদ্যোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ঈশ্বরদী উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা : আগামী নির্বাচনে সজাগ থাকার আহবান