সুজানগরে বোরো ধান সংগ্রহের উদ্বোধন
- প্রকাশিত সময় ০৯:৫৫:০৮ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০১৯
- / 127
সুজানগর (পাবনা) প্রতিনিধি ঃ পাবনার সুজানগরে সরকারি ভাবে অতিরিক্ত বরাদ্দের ২৪৩ মেঃ টন প্রান্তিক কৃষকদের কাছ থেকে বোরো ধান সংগ্রহের উদ্বোধন করা হয়েছে।
রোববার সকালে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের আয়োজনে খাদ্য গুদাম চত্বরে ধান সংগ্রহের উদ্বোধন করেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পারভেজ আনোয়ার, খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহিদ মোস্তফা মিল্টন, ইউ,পি চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাহজাহান, এস,এম শামছুল আলম, হাবিবুর রহমান হাবিব।
উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুস সাত্তার, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুবোধ নটো, উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক রায়হান উদ্দিন, উপ-দপ্তর সম্পাদক রেজাউল করিম মন্ডল।
পৌর আওয়ামীলীগের সাবেক সভাপতি মাহমুদুজ্জামান মানিক, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক আজিজুল হক বাবু, যুবলীগ নেতা সরদার রুহুল আমিন, সাবেক ছাত্রলীগ নেতা ইকবাল বাহার,উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম তমাল, পৌর ছাত্রলীগের সভাপতি এস,এম সোহাগ, এন,এ কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রেদওয়ান নয়ন সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহিদ মোস্তফা মিল্টন বলেন ২০১৯ সালের উপজেলার কার্ডধারী কৃষকরা অতিরিক্ত বরাদ্দকৃত ধান সরকারের কাছে বিক্রয় করতে পারবে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন জানান উপজেলার প্রত্যেক ইউনিয়নের কার্ডধারী কৃষকদের কাছ থেকে এবারও ধান সংগ্রহ করা হচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ জানান সরকারি বিধি মতে প্রকৃত কৃষকদের কাছ থেকেই সরকারের চাহিদা অনুযায়ী সরকারি মূল্যে কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ শুরু হয়েছে।