পুঠিয়ায় ভ্যালু চেইন উপ প্রকল্পের স্মারক সাক্ষর ও মতবিনিময় সভা
- প্রকাশিত সময় ০৮:০২:৪২ অপরাহ্ন, বুধবার, ২২ জুন ২০২২
- / 57
।
পুঠিয়া (রাজশাহী) সংবাদদাতা
প্রকাশিত: ০৭:৫৩ অপরাহ্ন, ২২ জুন ২০২২
রাজশাহীর পুঠিয়ায় উচ্চ মূল্যের ফল-ফসলের স¤প্রসারণ ও বাজারজাতকরণ শীর্ষক ভ্যালু চেইন উপ প্রকল্পের আওতায় সমঝোতা স্বারক স্বাক্ষর ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১ টার দিকে উদ্দীপন পুঠিয়া শাখায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সহোযোগিতা করেন পল্লী কর্ম- সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)। এ সময় উচ্চ মূল্যের ফল ও ফসল চাষে জৈব সারের ব্যবহার বৃদ্ধি সংক্রান্ত উদ্দীপন ও কাজী ফার্মস গ্রুপের মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষরিত হয়। প্রকল্পটির মাধ্যমে পুঠিয়া, নাটোর জেলার সদর উপজেলায় ৫০০ জন সদস্যকে জৈব সার ব্যবহার বৃদ্ধি নিশ্চিত করে নিরাপদ ফল ও ফসল চাষে উৎসাহিত করবে। প্রকল্পের আওতায় উপপ্রকল্পটি ১৪ টি জেলার ২৪টি উপজেলায় ৫১ হাজার উপকারভোগীর মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক চাষী পরিবার ও ক্ষুদ্র উদ্যোক্তাদের আয়বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পারিবারিক পুষ্টি উন্নয়নের জন্য কাজ করছে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কাজী ফার্মস গ্রুপের কৃষিবিদ মোহাম্মাদ আবু তাহের, প্রধান বিপণন বিভাগ কাজী জৈব সার কাজী ফার্মস গ্রুপের মোহাম্মদ রহুল আমিন, জোনাল রাজশাহী জোন, মোহামাদ মোস্তাফা কামাল পি এম আর এম টিপি প্রকল্প,জনাব মোহাম্মাদ বেলাল হোসেন, রিজিওনাল ম্যানেজার পুঠিয়া শাখা ব্যবস্থাপক , প্রকল্পের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, এলাকার সন্মানিত জৈব সারের ডিলার, রিটেইলার, ফলের চারার নার্সারি মালিক এবং ফল চাষী সহ প্রমূখ।
ঈশ্বরদীর ‘পাবনা রোডে’ অবৈধ স্থাপনা উচ্ছেদে সড়ক ও জনপথ বিভাগের অভিযান ‘স্বপ্নরাজ’কে ঘিরে স্বপ্ন নিরাপদ খাদ্য নিশ্চিতে জনগণকে এগিয়ে আসতে হবে: খাদ্যমন্ত্রী আজ থেকে ফ্যামিলি কার্ডে টিসিবির পণ্য বিক্রি শুরু হচ্ছে পাবনায় বিদ্যুত হত্যা মামলার রায়ে ১ জনের যাবজ্জীবন ৩ খালাস পুঠিয়ায় ট্রাক ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে প্রান গেল ২ জনের বিরামপুরে তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন শাহজাদপুরে তিন দিনের ব্যবধানে দুই যুবকের আত্মহত্যা টাঙ্গাইলে সৃষ্টি স্কুলের আবাসিক ভবন থেকে ৫ম শ্রেণীর এক ছাত্রের লাশ উদ্ধার সাঁথিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদরাসা ছাত্রের মৃত্যু